ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

বিক্রি হল পেট্রোম্যাক্স, ক্রেতা নেদারল্যান্ডের এসএইচভি

  • আপডেট সময় : ০২:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের জ্বালানি মার্কেটে বিনিয়োগ করছে নেদারল্যান্ডের অফ-গ্রিড এনার্জি ডিস্ট্রিবিউটর এসএইচভি এনার্জি। কোম্পানিটি ইয়ুথ গ্রুপের দুই সহযোগী প্রতিষ্ঠান পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড ও পেট্রোম্যাক্স সিলিন্ডারস লিমিটেডকে কিনে নিয়েছে। এসএইচভি এনার্জি ও সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে এই তথ্য জানা গেছে। তবে কী মূল্যে তারা কোম্পানি দুটিকে কিনেছে, তা জানা যায়নি। জানা গেছে, কোম্পানি কেনা-বেচার বিষয়ে ইতোমধ্যে উভয় পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সকল প্রক্রিয়া শেষ হবে। এই সময়কাল ধরে পেট্রোম্যাক্স আগের মতোই ঢাকা থেকে বর্তমান টিমের সঙ্গে, সর্বোচ্চ কর্মদক্ষতা ও গ্রাহক সেবা নিশ্চিত করে তার কার্যক্রম চালিয়ে যাবে। এসএইভি এনার্জির সিইও ব্রাম গ্র্যাবার বলেন, “বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পেরে আমরা খুবই উচ্ছসিত। আমরা পেট্রোম্যাক্স ও সার্বিকভাবে এদেশের এলপিজি ইন্ডাস্ট্রিতে অবদান রাখার ব্যাপারে আশা পোষণ করছি। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশ আমাদের একটি উল্লেখযোগ্য বাজার হতে পারে ৷এছাড়া বাংলাদেশে যেসকল পরিবেশ দূষণকারী জ্বালানীর ব্যবহার চলছে, সেগুলোর বদলে এলপিজির মতো পরিচ্ছন্ন বিকল্প শক্তির ব্যবহার প্রচলন করার সুযোগ রয়েছে এখানে৷” পেট্রোম্যাক্সের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল আলম বলেন, আমাদের চল্লিশ বছরের পারিবারিক ব্যবসার গৌরব ও সুনাম বজায় রেখে, ব্যবসায়িক দিকগুলো বিবেচনা করে আমরা দেশের এলপিজি খাতে প্রবেশ করেছি। আমরা একেবারে প্রাথমিক পর্যায় থেকে গড়ে তুলেছি এলপিজি ও সিলিন্ডার তৈরির ব্যবসা। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ বাজারে এই ব্যবসাটি গড়ে তোলা হয়েছে মাত্র চার বছর সময়কালের মধ্যে। আমি খুবই উচ্ছ্বসিত ও আশাবাদী যে, এসএইচভি এনার্জি আমাদের দৃষ্টিভঙ্গীকে আরও বিকশিত করবে, নিয়ে যাবে নতুন উচ্চতায়।’ উল্লেখ্য, পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড দেশে দ্রুত বর্ধনশীল এলপিজি মার্কেটের একটি বড় প্লেয়ার। কোম্পানিটি ২০১৮ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বাগেরহাটের মোংলা এবং নারায়নগঞ্জের রূপগঞ্জে কোম্পানিটির দুটি ফিলিং প্ল্যান্ট রয়েছে। আর পেট্রোম্যাক্স সিলিন্ডার লিমিটেড দেশের অন্যতম শীর্ষ সিলিন্ডার প্রস্তুতকারক কোম্পানি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিক্রি হল পেট্রোম্যাক্স, ক্রেতা নেদারল্যান্ডের এসএইচভি

আপডেট সময় : ০২:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশের জ্বালানি মার্কেটে বিনিয়োগ করছে নেদারল্যান্ডের অফ-গ্রিড এনার্জি ডিস্ট্রিবিউটর এসএইচভি এনার্জি। কোম্পানিটি ইয়ুথ গ্রুপের দুই সহযোগী প্রতিষ্ঠান পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড ও পেট্রোম্যাক্স সিলিন্ডারস লিমিটেডকে কিনে নিয়েছে। এসএইচভি এনার্জি ও সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে এই তথ্য জানা গেছে। তবে কী মূল্যে তারা কোম্পানি দুটিকে কিনেছে, তা জানা যায়নি। জানা গেছে, কোম্পানি কেনা-বেচার বিষয়ে ইতোমধ্যে উভয় পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সকল প্রক্রিয়া শেষ হবে। এই সময়কাল ধরে পেট্রোম্যাক্স আগের মতোই ঢাকা থেকে বর্তমান টিমের সঙ্গে, সর্বোচ্চ কর্মদক্ষতা ও গ্রাহক সেবা নিশ্চিত করে তার কার্যক্রম চালিয়ে যাবে। এসএইভি এনার্জির সিইও ব্রাম গ্র্যাবার বলেন, “বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পেরে আমরা খুবই উচ্ছসিত। আমরা পেট্রোম্যাক্স ও সার্বিকভাবে এদেশের এলপিজি ইন্ডাস্ট্রিতে অবদান রাখার ব্যাপারে আশা পোষণ করছি। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশ আমাদের একটি উল্লেখযোগ্য বাজার হতে পারে ৷এছাড়া বাংলাদেশে যেসকল পরিবেশ দূষণকারী জ্বালানীর ব্যবহার চলছে, সেগুলোর বদলে এলপিজির মতো পরিচ্ছন্ন বিকল্প শক্তির ব্যবহার প্রচলন করার সুযোগ রয়েছে এখানে৷” পেট্রোম্যাক্সের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল আলম বলেন, আমাদের চল্লিশ বছরের পারিবারিক ব্যবসার গৌরব ও সুনাম বজায় রেখে, ব্যবসায়িক দিকগুলো বিবেচনা করে আমরা দেশের এলপিজি খাতে প্রবেশ করেছি। আমরা একেবারে প্রাথমিক পর্যায় থেকে গড়ে তুলেছি এলপিজি ও সিলিন্ডার তৈরির ব্যবসা। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ বাজারে এই ব্যবসাটি গড়ে তোলা হয়েছে মাত্র চার বছর সময়কালের মধ্যে। আমি খুবই উচ্ছ্বসিত ও আশাবাদী যে, এসএইচভি এনার্জি আমাদের দৃষ্টিভঙ্গীকে আরও বিকশিত করবে, নিয়ে যাবে নতুন উচ্চতায়।’ উল্লেখ্য, পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড দেশে দ্রুত বর্ধনশীল এলপিজি মার্কেটের একটি বড় প্লেয়ার। কোম্পানিটি ২০১৮ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বাগেরহাটের মোংলা এবং নারায়নগঞ্জের রূপগঞ্জে কোম্পানিটির দুটি ফিলিং প্ল্যান্ট রয়েছে। আর পেট্রোম্যাক্স সিলিন্ডার লিমিটেড দেশের অন্যতম শীর্ষ সিলিন্ডার প্রস্তুতকারক কোম্পানি।