লাইফস্টাইল ডেস্ক: খাজুরিয়া হলো এক ধরনের মচমচে মিষ্টি খাবার। এটি অতিথি আপ্যায়নের জন্য খুবই জনপ্রিয়। অনেকেই ঝটপট চায়ের সঙ্গে নাস্তা হিসেবে খাজুরিয়া তৈরি করে থাকেন। এটি বাজারের সাধারণ বিস্কুটের চেয়ে স্বাদে অনেক ভালো হয়ে থাকে। অল্প উপকরণে খুব সহজে এটি বানানো যায়। সবাই পছন্দের এটি বাড়িতে তৈরি করা যায়। তাই নিচে দেওয়া হলো মচমচে ও মিষ্টি খাজুরিয়া তৈরির রেসিপি-
উপকরণ: ময়দা এক কাপ, সুজি এক কাপ, চিনি এক কাপ (গুড়ও চলে), নারিকেল কুড়ানো আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা-চামচ, বেকিং সোডা এক চিমটি, লবণ স্বাদমতো, ঘি ২ টেবিল চামচ ও ভাজার জন্য তেল
প্রণালি: প্রথমে একটি বড় পাত্রে ময়দা, সুজি, চিনি, এলাচ গুঁড়া, কুড়ানো নারিকেল এবং বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এর সঙ্গে ঘি মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি নরম খামির তৈরি করুন। খামিরটিকে ভেজা কাপড় দিয়ে ঢেকে ১০-২০ মিনিট রাখুন। এবার খামির থেকে ছোট ছোট লেচি কেটে রুটির মতো বেলে পছন্দমতো আকার দিন। চুলার কড়াইয়ে তেল গরম করে খাজুরিয়াগুলো দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাজা হলে ঠান্ডা করে চায়ের সঙ্গে পরিবেশন করুন। এ ছাড়া কৌটায় ভরে অনেক দিন সংরক্ষণও করতে পারেন।
আজকের প্রত্যাশা/কেএমএএ


























