অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ এবং রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় বেড়েছে তুলোনায় ৪৯৪ গুণ। নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৭ টাকা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা এক পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিলো ২৫ পয়সা। অর্থাৎ তিন মাসে কোম্পানিটির আয় বেড়েছে ১.৭৬ টাকা বা ৭০৪ গুণ।
নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ২৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিলো ৫৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলোনায় কোম্পানিটির নয় মাসে শেয়ার প্রতি আয় বেড়েছে ২.৭২ টাকা বা ৪৯৪ গুণ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৭১ পয়সা।
বিকন ফার্মার আয় বেড়েছে ৪৯৪ গুণ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ