স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন দক্ষিণ এশিয়ায় প্রথম ব্লাড ক্যানসারসহ সবধরনের রক্তরোগ নির্ণয়ের প্রযুক্তিসম্পন্ন মেশিন ক্যাল-৮০০০ চালু করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-২ এ ল্যাবরেটরি মেডিসিন বিভাগে প্রধান অতিথি হিসেবে এ মেশিন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্যাল-৮০০০ মেশিনটি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থাপিত হলো। এ মেশিনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ২০০টি সিভিসি উইথ ডিআইএফএফ, প্রতি ঘণ্টায় ১২০টি সিভিসি ডিআইএফএফ উইথ ইএসআর, প্রতি ঘণ্টায় ১২০টি সিভিসি ডিআইএফএফ আরইটি ও প্রতি ঘণ্টায় ৪০টি বডি ফ্লুইড পরীক্ষা করাসহ এ ধরনের বহুমুখী কার্যক্রম সম্পন্ন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, জনসম্পৃক্ত এবং রোগীদের উপকার হয় এমন গবেষণায় অধিক মনোযোগ দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষা সেবা দেওয়া হচ্ছে। ব্যয়বহুল চিকিৎসাসেবাও স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে। ৩ লাখ টাকায় কিডনি প্রতিস্থাপন সেবা দেওয়া হচ্ছে। লিভার ট্রান্সপ্ল্যান্টেশন, জোড়া শিশু আলাদা করা, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট, টেস্ট টিউব বেবী, বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন চিকিৎসাসেবাসহ সবধরনের চিকিৎসা সেবা এখানে দেওয়া হচ্ছে। প্রতিটি বিভাগের উন্নয়ন করা হচ্ছে। সর্বশেষ অগ্রগতিসমূহ এ বিশ্ববিদ্যালয়ে সংযোজন কার্যক্রম নিয়মিতভাবে করা হচ্ছে। গবেষণা কার্যক্রমেও আমরা অতীতের তুলনায় অনেক ভালো করছি। গবেষণা কার্যক্রমে আরও ভালো করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ ল্যাবরেটরি বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল। বক্তব্য দেন ল্যাবরেটরি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এন নাসিমউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. কুদ্দুস-উর-রহমানসহ বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।