ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

বিএসএমএমইউতে বায়োব্যাংক প্রতিষ্ঠা করা হবে

  • আপডেট সময় : ১১:১৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

স্বাস্থ ও পরিচর্যা ডেস্ক : রোগ প্রতিরোধ ও গবেষণা কার্যক্রম আরও বেগবান করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বায়োব্যাংক প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বিএসএমএমইউতে শহীদ ডা. মিল্টন হলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রান্সফিউশন মেডিসিন’ বিভাগ উদ্বোধনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় স্বেচ্ছায় রক্তদান ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, সাধারণ রোগীদের সেবার কথা বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন। আমরা সর্বদা তাই করার চেষ্টা করছি। তিনি বলেন, চলমান বিশ্বের খাদ্য সংকট মোকাবিলায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। আমাদের চিকিৎসকদের উচিত হবে আগত ফসল উৎপাদনকারী কৃষকদের সেবা নিশ্চিত করা। কৃষকরা একদিন অসুস্থ থাকলে দেশের খাদ্য ঘাটতিসহ অর্থনৈতিক প্রভাব পড়বে। তাই কৃষকদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে তাদের সেবা দিতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসাদুল ইসলাম। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন। রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, ব্লাড ট্রান্সফিউশন মেডিসিনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শারমিন, ব্লাড ট্রান্সফিউশন বিভাগের কাউন্সিলর সুব্রত বিশ্বাস উপস্থিত ছিলেন। ১৯৭২ সালের ৮ অক্টোবর কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএসএমএমইউতে বায়োব্যাংক প্রতিষ্ঠা করা হবে

আপডেট সময় : ১১:১৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

স্বাস্থ ও পরিচর্যা ডেস্ক : রোগ প্রতিরোধ ও গবেষণা কার্যক্রম আরও বেগবান করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বায়োব্যাংক প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বিএসএমএমইউতে শহীদ ডা. মিল্টন হলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রান্সফিউশন মেডিসিন’ বিভাগ উদ্বোধনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় স্বেচ্ছায় রক্তদান ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, সাধারণ রোগীদের সেবার কথা বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন। আমরা সর্বদা তাই করার চেষ্টা করছি। তিনি বলেন, চলমান বিশ্বের খাদ্য সংকট মোকাবিলায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। আমাদের চিকিৎসকদের উচিত হবে আগত ফসল উৎপাদনকারী কৃষকদের সেবা নিশ্চিত করা। কৃষকরা একদিন অসুস্থ থাকলে দেশের খাদ্য ঘাটতিসহ অর্থনৈতিক প্রভাব পড়বে। তাই কৃষকদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে তাদের সেবা দিতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসাদুল ইসলাম। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন। রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, ব্লাড ট্রান্সফিউশন মেডিসিনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শারমিন, ব্লাড ট্রান্সফিউশন বিভাগের কাউন্সিলর সুব্রত বিশ্বাস উপস্থিত ছিলেন। ১৯৭২ সালের ৮ অক্টোবর কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।