চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলাউল (২০) নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে এ ঘটনা ঘটে। ৫৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আহত অলিউল ইসলাম শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকার বালিয়াদিঘী গ্রামের মো. মনির হোসেনের ছেলে। বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাত ৩টার দিকে আলাউলসহ আরও ৫-৬ জন চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। এ সময় তাদের প্রতিহত করতে টহলরত বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে অলিউল গুলিবিদ্ধ হয়ে আহত হন।
জনপ্রিয় সংবাদ