ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বিএসএফের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ

  • আপডেট সময় : ১২:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ১২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দেওয়ার সীমানা বাড়িয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, বিধানসভায় তার বিরোধিতা করবে পশ্চিমবঙ্গ সরকার। এর আগে একই পথে হেঁটেছে পাঞ্জাব।
গত মাসে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও আসামে বিএসএফের নজরদারির এলাকাসীমা আন্তর্জাতিক সীমানার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করে আইন সংশোধন করে কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এতে মমতা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছেন, সীমান্তে আসল কী হচ্ছে দেখুন। আইন-শৃঙ্খলা একটা দেশের আভ্যন্তরীণ বিষয়। বিএসএফ আইনে এটা নেই। এখন এটা নিয়ে পুলিশ ও বিএসএফের মধ্যে ভুল বোঝাবুঝি হবে। আমরা এটা নিয়ে বিধানসভায় কথা বলবো এবং বিএসএফের নজরদারির পরিধিএলাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাবো। কোচবিহারের একজন এমএলএ বলছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। নজরদারি এলাকা বাড়ানোরও কোনো প্রয়োজন ছিল না।
চোরাকারবারি এবং অনুপ্রবেশকারীদের সাথে বিএসএফের হাত আছে অভিযোগ তুলে তিনি আরও বলেন, কোচবিহারের তাদের কাঁটাতারের বেড়া রয়েছে। এটা পার হওয়া খুবই কঠিন। তারা দিনে তিনবার করে গেট খোলে, প্রত্যেকবার একঘণ্টার জন্য গেট খোলা থাকে। এ অবস্থায় যারা অনুপ্রবেশ করে তারা তাদের সাহায্য ছাড়া কিভাবে ঢুকতে পারে? তাই কেন্দ্রের উচিত, আগে তাদের নিজের বাহিনীকে সামালানো, তা না করে তারা এখতিয়ারের বাইরে কাজ করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অন্তর্ভুক্তিমূলক থেকে সরে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাজ্য

বিএসএফের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ

আপডেট সময় : ১২:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দেওয়ার সীমানা বাড়িয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, বিধানসভায় তার বিরোধিতা করবে পশ্চিমবঙ্গ সরকার। এর আগে একই পথে হেঁটেছে পাঞ্জাব।
গত মাসে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও আসামে বিএসএফের নজরদারির এলাকাসীমা আন্তর্জাতিক সীমানার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করে আইন সংশোধন করে কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এতে মমতা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছেন, সীমান্তে আসল কী হচ্ছে দেখুন। আইন-শৃঙ্খলা একটা দেশের আভ্যন্তরীণ বিষয়। বিএসএফ আইনে এটা নেই। এখন এটা নিয়ে পুলিশ ও বিএসএফের মধ্যে ভুল বোঝাবুঝি হবে। আমরা এটা নিয়ে বিধানসভায় কথা বলবো এবং বিএসএফের নজরদারির পরিধিএলাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাবো। কোচবিহারের একজন এমএলএ বলছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। নজরদারি এলাকা বাড়ানোরও কোনো প্রয়োজন ছিল না।
চোরাকারবারি এবং অনুপ্রবেশকারীদের সাথে বিএসএফের হাত আছে অভিযোগ তুলে তিনি আরও বলেন, কোচবিহারের তাদের কাঁটাতারের বেড়া রয়েছে। এটা পার হওয়া খুবই কঠিন। তারা দিনে তিনবার করে গেট খোলে, প্রত্যেকবার একঘণ্টার জন্য গেট খোলা থাকে। এ অবস্থায় যারা অনুপ্রবেশ করে তারা তাদের সাহায্য ছাড়া কিভাবে ঢুকতে পারে? তাই কেন্দ্রের উচিত, আগে তাদের নিজের বাহিনীকে সামালানো, তা না করে তারা এখতিয়ারের বাইরে কাজ করছে।