ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৪০

  • আপডেট সময় : ১২:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। অন্য দুটি মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার এবং গতকাল বুধবার মামলাগুলো নথিভুক্ত করা হয়। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী। তিনি বলেন, মঙ্গলবার রাতে পুলিশ একটি মামলা করে। এছাড়া আজ বুধবার মেট্রোরেল কর্তৃপক্ষ আরও দুটি মামলা করেছে। জানে আলম মুন্সী আরও বলেন, চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ও আমিসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও পুলিশ আহত হয়েছেন। এই তিন মামলায় ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল গতকাল। সকাল ১০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানের পূর্ব পাশে জমায়েত হতে থাকেন। এরপর উদ্যানের ভেতর প্রবেশ করতে চাইলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। তখন জোর করে বিএনপির নেতাকর্মীরা প্রবেশ করতে চাইলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। বিএনপি কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৪০

আপডেট সময় : ১২:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। অন্য দুটি মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার এবং গতকাল বুধবার মামলাগুলো নথিভুক্ত করা হয়। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী। তিনি বলেন, মঙ্গলবার রাতে পুলিশ একটি মামলা করে। এছাড়া আজ বুধবার মেট্রোরেল কর্তৃপক্ষ আরও দুটি মামলা করেছে। জানে আলম মুন্সী আরও বলেন, চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ও আমিসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও পুলিশ আহত হয়েছেন। এই তিন মামলায় ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল গতকাল। সকাল ১০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানের পূর্ব পাশে জমায়েত হতে থাকেন। এরপর উদ্যানের ভেতর প্রবেশ করতে চাইলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। তখন জোর করে বিএনপির নেতাকর্মীরা প্রবেশ করতে চাইলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। বিএনপি কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।