নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে। কারণ তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করতে চেয়েছিল। পুলিশ বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ফলে পুলিশ বসে থাকেনি।
গতকাল শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্যকালে তিনি একথা বলেন। তিনি বলেন, এখন নয়াপল্টনে শুধু কাক আর চিল উড়ছে। এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু করে বিএনপি। এরপর দুপুর দেড়টার দিকে কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এসময় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এরপর দুপুর আড়াইটার দিকে সমাবেশ এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি পালিয়ে গেছে: হাছান মাহমুদ
বিএনপি পালিয়ে গেছে: হাছান মাহমুদ
ট্যাগস :
বিএনপি পালিয়ে গেছে: হাছান মাহমুদ
জনপ্রিয় সংবাদ