ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বিএনপি নেতা আসলামের ভাই আমজাদ বিমান বন্দরে আটক

  • আপডেট সময় : ১০:২৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপি নেতা আসলাম চৌধুরীর ছোট ভাই আমজাদ হোসেন চৌধুরীকে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সীতাকু- থানায় হস্তান্তর করেছে বলে ওসি আবুল কালাম জানিয়েছেন। তিনি বলেন, “আমজাদ হোসেনের বিরুদ্ধে সীতাকু- থানায় এনআই অ্যাক্টের ১৪টি মামলা রয়েছে। সবগুলো মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।”
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় আমজাদ হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানান ওসি। তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে দুবাই যাওয়ার পথে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে আমাদের খবর দেয়। আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।”
আমজাদ হোসেন চৌধুরীকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আসলাম চৌধুরী, তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা, দুই ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংকের সোয়া ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলার বিচার কাজ শুরু হয়েছে গত ৬ জানুয়ারি। আগামী ২ মার্চ মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য আছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন রাইজিং স্টিল লিমিটেড পুরনো জাহাজ কেনার জন্য ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। ওই ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক মানিকলাল দাশ বাদি হয়ে আসলাম চৌধুরী ও তার দুই ভাই জসিম চৌধুরী, আমজাদ চৌধুরী এবং আসলাম চৌধরীর স্ত্রী নাজনীন মাওলাকে আসামি করে মামলা করেন।
গত ৬ জানুয়ারি আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত ছিলেন কারাগারে আটক আসলাম চৌধুরী। জামিনে থাকা তার স্ত্রীও আদালতে হাজির ছিলেন। অপর দুই ভাই পলাতক থাকায় আদালত সেদিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে দুদকের আইনজীবী সানোয়ার হোসেন লাভলু জানিয়েছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে: খালেদা জিয়া

বিএনপি নেতা আসলামের ভাই আমজাদ বিমান বন্দরে আটক

আপডেট সময় : ১০:২৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপি নেতা আসলাম চৌধুরীর ছোট ভাই আমজাদ হোসেন চৌধুরীকে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সীতাকু- থানায় হস্তান্তর করেছে বলে ওসি আবুল কালাম জানিয়েছেন। তিনি বলেন, “আমজাদ হোসেনের বিরুদ্ধে সীতাকু- থানায় এনআই অ্যাক্টের ১৪টি মামলা রয়েছে। সবগুলো মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।”
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় আমজাদ হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানান ওসি। তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে দুবাই যাওয়ার পথে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে আমাদের খবর দেয়। আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।”
আমজাদ হোসেন চৌধুরীকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আসলাম চৌধুরী, তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা, দুই ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংকের সোয়া ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলার বিচার কাজ শুরু হয়েছে গত ৬ জানুয়ারি। আগামী ২ মার্চ মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য আছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন রাইজিং স্টিল লিমিটেড পুরনো জাহাজ কেনার জন্য ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। ওই ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক মানিকলাল দাশ বাদি হয়ে আসলাম চৌধুরী ও তার দুই ভাই জসিম চৌধুরী, আমজাদ চৌধুরী এবং আসলাম চৌধরীর স্ত্রী নাজনীন মাওলাকে আসামি করে মামলা করেন।
গত ৬ জানুয়ারি আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত ছিলেন কারাগারে আটক আসলাম চৌধুরী। জামিনে থাকা তার স্ত্রীও আদালতে হাজির ছিলেন। অপর দুই ভাই পলাতক থাকায় আদালত সেদিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে দুদকের আইনজীবী সানোয়ার হোসেন লাভলু জানিয়েছিলেন।