ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

  • আপডেট সময় : ০৯:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আজাদুর রহমান, বগুড়া প্রতিনিধি: : বগুড়ার ধুনট উপজেলায় নিজ ভাইদের জমি দখলকে কেন্দ্র করে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ধুনট উপজেলার বেলকুচি গ্রামের বাসিন্দা এ.এইচ.এম মাহবুবুর রহমানের পৈতৃক সম্পত্তি ওয়ারিশ সূত্রে ভাগ-বাটোয়ারা করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই সম্পত্তির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগ দখলে রাখেন তার ভাই রফিকুল ইসলাম শাহীন, যিনি ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

অভিযোগে আরো বলা হয়, আদালতের নির্দেশনা ও স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠকের মাধ্যমে জমির অংশ বণ্টন হলেও রফিকুল ইসলাম শাহীন তার প্রভাব খাটিয়ে ভাইদের প্রাপ্য জমি দখলে রাখেন। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার নিজ অংশের জমিতে বসতঘর নির্মাণ শুরু করলে এতে বাধা দেওয়া হয়। ঘটনার দিন গত ১৫ ডিসেম্বর দুপুরে বাড়ি নির্মাণকাজ চলাকালে রফিকুল ইসলাম শাহীন, তার স্ত্রী পলাশী সহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নির্মাণকাজ বন্ধে চাপ সৃষ্টি করেন এবং একপর্যায়ে কোদাল দিয়ে আঘাতের চেষ্টা করেন। এ সময় ছোট ভাই ডা. এ.এইচ.এম জামাল (রতন)কে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী পরিবার অভিযোগে উল্লেখ করেছে, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভবিষ্যতে প্রাণহানির আশঙ্কা করছেন। তারা অভিযুক্ত রফিকুল ইসলাম শাহীন ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে রফিকুল ইসলাম শাহীনের বড় ভাই এএইচ এম মাহবুবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রফিকুল ইসলাম শাহীনের হুমকি-ধামকিতে আমরা গ্রামের বাড়িতে আসতে পারি না। সে আমাদের বাবার বাড়ি দখল করে রেখেছে। এর আগে শাহীন বাড়িতে থাকা ছোট ভাই এ্যাডভোকেট রাজ্জাকুল কবির বিদ্যুৎ এবং তার পরিবারের উপর হামলা-মামলা দিয়ে তছনছ করেছে। আমরা এসব অপতৎপরতার বিচার দাবী করছি। এ বিষয়ে ধুনট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওআ/আপ্র/১৭/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

আপডেট সময় : ০৯:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

আজাদুর রহমান, বগুড়া প্রতিনিধি: : বগুড়ার ধুনট উপজেলায় নিজ ভাইদের জমি দখলকে কেন্দ্র করে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ধুনট উপজেলার বেলকুচি গ্রামের বাসিন্দা এ.এইচ.এম মাহবুবুর রহমানের পৈতৃক সম্পত্তি ওয়ারিশ সূত্রে ভাগ-বাটোয়ারা করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই সম্পত্তির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগ দখলে রাখেন তার ভাই রফিকুল ইসলাম শাহীন, যিনি ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

অভিযোগে আরো বলা হয়, আদালতের নির্দেশনা ও স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠকের মাধ্যমে জমির অংশ বণ্টন হলেও রফিকুল ইসলাম শাহীন তার প্রভাব খাটিয়ে ভাইদের প্রাপ্য জমি দখলে রাখেন। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার নিজ অংশের জমিতে বসতঘর নির্মাণ শুরু করলে এতে বাধা দেওয়া হয়। ঘটনার দিন গত ১৫ ডিসেম্বর দুপুরে বাড়ি নির্মাণকাজ চলাকালে রফিকুল ইসলাম শাহীন, তার স্ত্রী পলাশী সহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নির্মাণকাজ বন্ধে চাপ সৃষ্টি করেন এবং একপর্যায়ে কোদাল দিয়ে আঘাতের চেষ্টা করেন। এ সময় ছোট ভাই ডা. এ.এইচ.এম জামাল (রতন)কে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী পরিবার অভিযোগে উল্লেখ করেছে, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভবিষ্যতে প্রাণহানির আশঙ্কা করছেন। তারা অভিযুক্ত রফিকুল ইসলাম শাহীন ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে রফিকুল ইসলাম শাহীনের বড় ভাই এএইচ এম মাহবুবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রফিকুল ইসলাম শাহীনের হুমকি-ধামকিতে আমরা গ্রামের বাড়িতে আসতে পারি না। সে আমাদের বাবার বাড়ি দখল করে রেখেছে। এর আগে শাহীন বাড়িতে থাকা ছোট ভাই এ্যাডভোকেট রাজ্জাকুল কবির বিদ্যুৎ এবং তার পরিবারের উপর হামলা-মামলা দিয়ে তছনছ করেছে। আমরা এসব অপতৎপরতার বিচার দাবী করছি। এ বিষয়ে ধুনট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওআ/আপ্র/১৭/১২/২০২৫