ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বিএনপি নেতাদের বন্ধু উল্লেখ করে তাদের ভোট চাইলেন আ.লীগ নেতা

  • আপডেট সময় : ১২:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের গাংঙ্গিহাতা, মোহাম্মদপুর, উলচাপাড়া ও ব্রীজেশ্বর গ্রামে গণসংযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি এই প্রচার অভিযান শুরু করেন। প্রচারকালে কর্মী-সমর্থকদের মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে উলচা পাড়া এলাকায় পথসভায় উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘আমার বিএনপির বন্ধুরা নির্বাচনের মাঠে নেই।’ তাই যারা বিএনপির বন্ধুরা আছেন, তাদেরকে উদ্দেশে বলি, ‘আপনারা ভোট দেন। ভোটাধিকার প্রয়োগ করেন। এতে নিজের অধিকার রক্ষা হবে। দেশ রক্ষা পাবে। মানুষ স্বস্তি পাবে। এখানে অনেকেই বলে ব্রাহ্মণবাড়িয়ায় রবিউল মোকতাদির আছে বলেই ব্রাহ্মণবাড়িয়ার নিরাপত্তা আছে। কিন্তু আমি ভাবি মাদক নিয়ে সারা বাংলাদেশ এখন যে যন্ত্রণা পোহাচ্ছে এ যন্ত্রণা থেকে দেশকে মুক্তি দেওয়া দরকার। আমাদের তরুণ ও যুব সমাজ যেন নষ্ট না হয় সে দিকে আমাদের খেয়াল রাখা দরকার।’ এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন, ‘আমি দুধের ফেরিওয়ালা। আমি দ্বারে দ্বারে ঘুরি দুধ বিক্রির জন্য। দুধ কিনবেন নাকি বাজারের পচা দুর্গন্ধ জাতীয় জিনিস কিনবেন সেটি আপনাদের বিষয়। আপনার সন্তান মাতাল হয়ে রাস্তায় ঘুরবে নাকি দুধ খেয়ে সুনাগরিক হয়ে দেশের সুনাম বৃদ্ধি করবে সেটি আপনারা বিবেচনা করবেন।’ এ সময় তার সঙ্গে ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুবুল আলম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনসহ স্থানীয় আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পরিষদের সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে নিজের মদের ব্যবসাকে হালাল আখ্যায়িত করে বেশ সমালোচিত হন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিএনপি নেতাদের বন্ধু উল্লেখ করে তাদের ভোট চাইলেন আ.লীগ নেতা

আপডেট সময় : ১২:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের গাংঙ্গিহাতা, মোহাম্মদপুর, উলচাপাড়া ও ব্রীজেশ্বর গ্রামে গণসংযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি এই প্রচার অভিযান শুরু করেন। প্রচারকালে কর্মী-সমর্থকদের মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে উলচা পাড়া এলাকায় পথসভায় উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘আমার বিএনপির বন্ধুরা নির্বাচনের মাঠে নেই।’ তাই যারা বিএনপির বন্ধুরা আছেন, তাদেরকে উদ্দেশে বলি, ‘আপনারা ভোট দেন। ভোটাধিকার প্রয়োগ করেন। এতে নিজের অধিকার রক্ষা হবে। দেশ রক্ষা পাবে। মানুষ স্বস্তি পাবে। এখানে অনেকেই বলে ব্রাহ্মণবাড়িয়ায় রবিউল মোকতাদির আছে বলেই ব্রাহ্মণবাড়িয়ার নিরাপত্তা আছে। কিন্তু আমি ভাবি মাদক নিয়ে সারা বাংলাদেশ এখন যে যন্ত্রণা পোহাচ্ছে এ যন্ত্রণা থেকে দেশকে মুক্তি দেওয়া দরকার। আমাদের তরুণ ও যুব সমাজ যেন নষ্ট না হয় সে দিকে আমাদের খেয়াল রাখা দরকার।’ এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন, ‘আমি দুধের ফেরিওয়ালা। আমি দ্বারে দ্বারে ঘুরি দুধ বিক্রির জন্য। দুধ কিনবেন নাকি বাজারের পচা দুর্গন্ধ জাতীয় জিনিস কিনবেন সেটি আপনাদের বিষয়। আপনার সন্তান মাতাল হয়ে রাস্তায় ঘুরবে নাকি দুধ খেয়ে সুনাগরিক হয়ে দেশের সুনাম বৃদ্ধি করবে সেটি আপনারা বিবেচনা করবেন।’ এ সময় তার সঙ্গে ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুবুল আলম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনসহ স্থানীয় আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পরিষদের সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে নিজের মদের ব্যবসাকে হালাল আখ্যায়িত করে বেশ সমালোচিত হন।