ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

বিএনপি নেতাদের বক্তব্যে নাখোশ জার্মান রাষ্ট্রদূত

  • আপডেট সময় : ০১:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

বিএনপি নেতাদের বক্তব্যে বিরক্ত জার্মান রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : তাকে উদ্ধৃত করে বিএনপি নেতাদের বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। তিনি বলেন, আমাকে উদ্ধৃত করে বিএনপি নেতাদের বক্তব্য সঠিক নয়।
গতকাল বুধবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জার্মান রাষ্ট্রদূত। জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে গত ১৭ মার্চ বিএনপি নেতাদের সাক্ষাৎ হয়। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে ‘দেশে মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেন। বুধবার জার্মান রাষ্ট্রদূত বলেন, ওই আলাপে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বিএনপি নেতাদের কাছে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। কিন্তু তাকে উদ্ধৃত করে সেই উদ্বেগের কথা বলা হয়েছে, যা সঠিক নয়। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে জার্মানি। নির্বাচন ঘিরে সহিংসতা না হয়, সেটাই চায় জার্মানি। আরেক প্রশ্নের জবাবে আখিম ট্রোস্টার জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে জার্মানি। ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে ডিক্যাব টকে স্বাগত বক্তব্য দেন ডিক্যাব সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

বিএনপি নেতাদের বক্তব্যে নাখোশ জার্মান রাষ্ট্রদূত

আপডেট সময় : ০১:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : তাকে উদ্ধৃত করে বিএনপি নেতাদের বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। তিনি বলেন, আমাকে উদ্ধৃত করে বিএনপি নেতাদের বক্তব্য সঠিক নয়।
গতকাল বুধবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জার্মান রাষ্ট্রদূত। জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে গত ১৭ মার্চ বিএনপি নেতাদের সাক্ষাৎ হয়। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে ‘দেশে মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেন। বুধবার জার্মান রাষ্ট্রদূত বলেন, ওই আলাপে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বিএনপি নেতাদের কাছে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। কিন্তু তাকে উদ্ধৃত করে সেই উদ্বেগের কথা বলা হয়েছে, যা সঠিক নয়। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে জার্মানি। নির্বাচন ঘিরে সহিংসতা না হয়, সেটাই চায় জার্মানি। আরেক প্রশ্নের জবাবে আখিম ট্রোস্টার জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে জার্মানি। ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে ডিক্যাব টকে স্বাগত বক্তব্য দেন ডিক্যাব সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।