ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা: পাবনার ভাঙ্গুড়ায় চাঁদার টাকা না পেয়ে স্থানীয় এক বাসিন্দার বাড়ি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় পৌর শহরের কালীবাড়ি মহল্লার মাকসুদা পারভীন মুন নামের এক বাসিন্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
চাঁদা দাবির অভিযোগ ওঠা অন্য সদস্যরা হলেন মানিক হোসেন, সর্পু মিয়া, আলাউদ্দিন ও আখতার হোসেন। তারা প্রত্যেকেই বিএনপির অনুসারী।
লিখিত অভিযোগে মুন জানান, নিজ বাড়িতে ভবন নির্মাণকাজ শুরু করলে অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন সময়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। প্রথমে তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। পরে আবারও পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলামের নাম ব্যবহার করে অভিযুক্ত অন্যরা আরো ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় অভিযুক্তরা তার বাড়ির নির্মাণকাজে বাধা দেন। একই সঙ্গে প্রকাশ্যে তার সাথে মানহানিকর ও অপমানজনক আচরণ করেন। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম বলেন, ওই নির্মাণাধীন জায়গা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। বিষয়টি মীমাংসার জন্য কয়েকবার তারা আমার কাছে এসেছেন। আমি চেষ্টা করেছি সমাধান করতে। কিন্তু সম্প্রতি পৌরসভা থেকে তার নির্মাণকাজ বন্ধ করে দিলে সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।’
চাঁদার টাকা না পেয়ে বিএনপির নেতাকর্মীরা বাড়ি নির্মাণে বাধা দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘আমরা একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আজকের প্রত্যাশা/কেএমএএ