ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

বিএনপি নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই: আইভী

  • আপডেট সময় : ১১:০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদদতা : আওয়ামী লীগ একটি বড় দল। বিএনপি নিয়ে আওয়ামী লীগের এতো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের বাঘপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বিগত সময়ে এ ওয়ার্ডে আমি প্রায় ১০০ কোটি টাকার বেশি কাজ করেছি। আমার সিটি করপোরেশনের এমন কোনো ওয়ার্ড নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। নারায়ণগঞ্জ শহরে শেখ রাসেল পার্ক, বাবুরাইল লেক, সিদ্ধিরগঞ্জে সিদ্ধিরগঞ্জ লেকের কাজ চলছে। এ কাজগুলো শেষ হলে সিটিবাসী প্রাণভরে নিশ্বাস নিতে পারবেন।’
আইভী বলেন, ‘তৈমূর আলমের সঙ্গে বিএনপি নেতারা আছেন নাকি নেই সেটা চিন্তা করার সময় নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের কাছে ভোট চাইতে ব্যস্ত। কারণ আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে। আমি সার্বক্ষণিক ভোটারদের সঙ্গে কথা বলছি তাদের কী কী সমস্যা আছে সেটি নিয়ে।’
এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সাদেকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, বীরমুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, শহীদুল ইসলাম, আব্দুল মান্নান, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইফতেখার আলম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিএনপি নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই: আইভী

আপডেট সময় : ১১:০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

নারায়ণগঞ্জ সংবাদদতা : আওয়ামী লীগ একটি বড় দল। বিএনপি নিয়ে আওয়ামী লীগের এতো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের বাঘপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বিগত সময়ে এ ওয়ার্ডে আমি প্রায় ১০০ কোটি টাকার বেশি কাজ করেছি। আমার সিটি করপোরেশনের এমন কোনো ওয়ার্ড নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। নারায়ণগঞ্জ শহরে শেখ রাসেল পার্ক, বাবুরাইল লেক, সিদ্ধিরগঞ্জে সিদ্ধিরগঞ্জ লেকের কাজ চলছে। এ কাজগুলো শেষ হলে সিটিবাসী প্রাণভরে নিশ্বাস নিতে পারবেন।’
আইভী বলেন, ‘তৈমূর আলমের সঙ্গে বিএনপি নেতারা আছেন নাকি নেই সেটা চিন্তা করার সময় নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের কাছে ভোট চাইতে ব্যস্ত। কারণ আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে। আমি সার্বক্ষণিক ভোটারদের সঙ্গে কথা বলছি তাদের কী কী সমস্যা আছে সেটি নিয়ে।’
এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সাদেকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, বীরমুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, শহীদুল ইসলাম, আব্দুল মান্নান, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইফতেখার আলম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।