ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি ক্ষমতা পেলে রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০১:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : বিএনপিকে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ‘বিএনপি আবার ক্ষমতায় এলে রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে, মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে। তারা জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা।’
গতকাল শনিবার দুপুর ১টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় গেলে জয় বাংলাকে মুছে দেবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন করতে জনগণ লাগে। বিএনপির সঙ্গে জনগণ নেই। তদের সঙ্গে পেট্রলবোমা আছে, অস্ত্র আছে, লাঠি আছে। তাদের থেকে সাবধান।’ তিনি বলেন, দেশের মানুষ তাদের দুঃখের সময় আর কাউকে না পেলেও শেখ হাসিনাকে পায়। ভোট পাওয়ার জন্য অনেকই অনেক কথা বলেবে। কিন্তু শেখ হাসিনা ছাড়া কাউকে পাবেনা।’
‘বঙ্গকন্ধু স্বাধীনতা দিয়েছেন। শেখ হাসিনা দিয়েছেন দেশের মানুষকে মুক্তি, দেশকে আলোকিত করেছেন। বঙ্গবন্ধু দিয়ে দেশ আর শেখ হাসিনা দিয়েছেন দেশের উন্নয়ন।’ ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা নারীদের অধিকার দিয়েছেন। আজকে বাবার নামের পাশাপশি মায়ের নামও থাকে, এটা করেছেন প্রধানমন্ত্রী। আজ নারীরা বিচারক হয়েছেন। ডিসি-এসপি হয়েছেন। নারীদের সকল ক্ষেত্রে সমান অধিকার দিয়েছেন শেখ হাসিনা।’ শেখ হাসিনার ওপরে আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ ভালো আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে দ্রব্যমূল্যের দাম বেশি। কিন্তু শেখ হাসিনা বেশি দামে কিনে এনে কমদামে দিচ্ছেন।’ জনসভায় উপস্থিতিদের আবারো নৌকায় ভোটের আহ্বান জানান ওবায়দুল কাদের। নিজেই স্লোগান ধরেন ‘নৌকা চলে ভাসিয়া, ভোট দিবেন হাসিয়া।’ তিনি বলেন, ‘আগামীতেও আপনারা শেখ হাসিনাকে ভোট দেবেন। নৌকাকে ভোট দেবেন। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিএনপি ক্ষমতা পেলে রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

গোপালগঞ্জ প্রতিনিধি : বিএনপিকে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ‘বিএনপি আবার ক্ষমতায় এলে রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে, মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে। তারা জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা।’
গতকাল শনিবার দুপুর ১টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় গেলে জয় বাংলাকে মুছে দেবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন করতে জনগণ লাগে। বিএনপির সঙ্গে জনগণ নেই। তদের সঙ্গে পেট্রলবোমা আছে, অস্ত্র আছে, লাঠি আছে। তাদের থেকে সাবধান।’ তিনি বলেন, দেশের মানুষ তাদের দুঃখের সময় আর কাউকে না পেলেও শেখ হাসিনাকে পায়। ভোট পাওয়ার জন্য অনেকই অনেক কথা বলেবে। কিন্তু শেখ হাসিনা ছাড়া কাউকে পাবেনা।’
‘বঙ্গকন্ধু স্বাধীনতা দিয়েছেন। শেখ হাসিনা দিয়েছেন দেশের মানুষকে মুক্তি, দেশকে আলোকিত করেছেন। বঙ্গবন্ধু দিয়ে দেশ আর শেখ হাসিনা দিয়েছেন দেশের উন্নয়ন।’ ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা নারীদের অধিকার দিয়েছেন। আজকে বাবার নামের পাশাপশি মায়ের নামও থাকে, এটা করেছেন প্রধানমন্ত্রী। আজ নারীরা বিচারক হয়েছেন। ডিসি-এসপি হয়েছেন। নারীদের সকল ক্ষেত্রে সমান অধিকার দিয়েছেন শেখ হাসিনা।’ শেখ হাসিনার ওপরে আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ ভালো আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে দ্রব্যমূল্যের দাম বেশি। কিন্তু শেখ হাসিনা বেশি দামে কিনে এনে কমদামে দিচ্ছেন।’ জনসভায় উপস্থিতিদের আবারো নৌকায় ভোটের আহ্বান জানান ওবায়দুল কাদের। নিজেই স্লোগান ধরেন ‘নৌকা চলে ভাসিয়া, ভোট দিবেন হাসিয়া।’ তিনি বলেন, ‘আগামীতেও আপনারা শেখ হাসিনাকে ভোট দেবেন। নৌকাকে ভোট দেবেন। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকে।’