ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি ও জামায়াতের কথামতো হয়েছে সনদ

  • আপডেট সময় : ০৮:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক দলগুলোকে খুশি করার পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৪ নভেম্বর) জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এমন মন্তব্য করেন।

নাসীরুদ্দীন বলেন, সরকার দরদ দেখিয়েছে, কিন্তু কোনো দায় নেয়নি। সরকার বাস্তবায়ন আদেশে তরকারির বাটি থেকে ১ চামচ ১ চামচ করে ভাগ করে দিয়েছে, কিন্তু জনগণকে কিছু দেয়নি। দেশের দুর্ভাগ্য হলো এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার পথ করে দিচ্ছে সরকার। আর রাষ্ট্রপতিকে দিয়ে সাইন করিয়ে জুলাই সনদ অপবিত্র করেছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি হয়েছে, তবে নৈতিক ভিত্তি পাইনি। এই সনদের মাধ্যমে সরকার সব রাজনৈতিক দলকে খুশি করেছে। তবে পাশ কাটিয়েছে জনগণকে।

নাসীরুদ্দীনের দাবি, ‌‘বিএনপি ও জামায়াতের কথামতো সনদ হয়েছে।’

বিএনপি ও জামায়াতের উদ্দেশে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংক তৈরির হাতিয়ার বানাবেন না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তের অনেককিছু অস্পষ্ট থাকলেও, সনদ বাস্তবায়নের আদেশকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।

এ সময় জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

ওআ/আপ্র/১৪/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি ও জামায়াতের কথামতো হয়েছে সনদ

আপডেট সময় : ০৮:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক দলগুলোকে খুশি করার পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৪ নভেম্বর) জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এমন মন্তব্য করেন।

নাসীরুদ্দীন বলেন, সরকার দরদ দেখিয়েছে, কিন্তু কোনো দায় নেয়নি। সরকার বাস্তবায়ন আদেশে তরকারির বাটি থেকে ১ চামচ ১ চামচ করে ভাগ করে দিয়েছে, কিন্তু জনগণকে কিছু দেয়নি। দেশের দুর্ভাগ্য হলো এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার পথ করে দিচ্ছে সরকার। আর রাষ্ট্রপতিকে দিয়ে সাইন করিয়ে জুলাই সনদ অপবিত্র করেছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি হয়েছে, তবে নৈতিক ভিত্তি পাইনি। এই সনদের মাধ্যমে সরকার সব রাজনৈতিক দলকে খুশি করেছে। তবে পাশ কাটিয়েছে জনগণকে।

নাসীরুদ্দীনের দাবি, ‌‘বিএনপি ও জামায়াতের কথামতো সনদ হয়েছে।’

বিএনপি ও জামায়াতের উদ্দেশে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংক তৈরির হাতিয়ার বানাবেন না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তের অনেককিছু অস্পষ্ট থাকলেও, সনদ বাস্তবায়নের আদেশকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।

এ সময় জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

ওআ/আপ্র/১৪/১১/২০২৫