ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
হাসনাত আবদুল্লাহ

বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয়

  • আপডেট সময় : ০৭:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

পিরোজপুর সংবাদদাতা: ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের (এনসিপি) দূরত্ব হওয়ার কথাটি সত্য নয়।

‎শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পিরোজপুর জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ৎে

এসময় তিনি বলেন, ক্রিয়াশীল বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের পক্ষে যারা অবস্থান নেয়, আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছি, সেটির সঙ্গে কখনো জামায়াত একমত হয়েছে আবার কখনো তারা অবস্থান পরিবর্তন করেছে। একই জিনিস আবার বিএনপির সঙ্গেও হয়েছে। সেই জায়গায় যখন জামায়াত আমাদের সংস্কারগুলো ও মৌলিক প্রস্তাবনাগুলোকে এগিয়ে নিয়ে গেছে, তখন মনে হয়েছে জামায়াতের সঙ্গে আমাদের হৃদ্যতা রয়েছে, একই জিনিস বিএনপির ক্ষেত্রেও হয়েছে। মূলত সংস্কারের পক্ষে যারা থাকবে, এনসিপির সঙ্গে তাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। এই সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবেন, এনসিপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে।

‎হাসনাত আব্দুল্লাহ বলেন, এক এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদকালীন পুরো সময়টা বাংলাদেশ একটা গণতন্ত্রহীন সময় অতিক্রান্ত করেছে। আমাদের এই গণতন্ত্রিক উত্তরণের জন্য একটা নির্বাচন অবশ্যই হতে হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়েই আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু করতে পারব। এই যাত্রায় এনসিপি অন্যতম ও সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, নির্বাচনের আগে আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো সম্পন্ন হওয়ার একটি প্রক্রিয়ায় আমরা পৌঁছেছি। আপনারা গতকাল থেকে দেখছেন হ্যাঁ–না’র একটা বিষয়। অতএব, সংস্কারগুলোর মৌলিক প্রস্তাবনাগুলোর পক্ষে যারা আছে, তারা বলছেন ‘হ্যাঁ’, আর বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে, বিশেষ করে এনসিসির প্রশ্নে, দুদককে স্বাধীনভাবে দূর করা হবে কিনা সেই প্রশ্নে এখন তারা হ্যাঁ–না’র মধ্য দিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে।

‎তিনি আরও বলেন, যারা না বলছেন, তাদের একটা বিষয়ে স্পষ্ট যে তারা মৌলিক সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এখন আমরা আমাদের জায়গা থেকে ‘হ্যাঁ–না’র পাশাপাশি এনসিপির পক্ষ থেকে যে বিষয়টিতে গুরুত্ব দিতে চাচ্ছি, সেটি হচ্ছে অতি দ্রুত এই গণভোট নিয়ে ‘অর্ডার’ হতে হবে, আদেশ দিতে হবে। এই আদেশের আলোচনাটি পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই অতি দ্রুত আদেশের বিষয়টি নিষ্পত্তি হোক। এই আদেশটি কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়, অবশ্যই আদেশ হতে হবে। এই আদেশটি আমাদের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, তাকেই জারি করতে হবে। ফ্যাসিস্টের রেখে যাওয়া লেগেসির ধারক চুপ্পুর এই আদেশ দেওয়ার এখতিয়ার নেই। গণঅভ্যুত্থানের লেগেসি হিসেবে ড. ইউনুসকেই আদেশটি দিতে হবে।

‎এনসিপি নির্বাচনে জোটে যাবে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতোমধ্যে স্পষ্ট করেছেন, নির্বাচনে জোট হওয়ার মৌলিক নিক্তি হচ্ছে সংস্কারের পক্ষে কারা রয়েছে। সেটি সময়ই নির্ধারণ করবে।

ওআ/আপ্র/৩১/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হাসনাত আবদুল্লাহ

বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয়

আপডেট সময় : ০৭:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

পিরোজপুর সংবাদদাতা: ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের (এনসিপি) দূরত্ব হওয়ার কথাটি সত্য নয়।

‎শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পিরোজপুর জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ৎে

এসময় তিনি বলেন, ক্রিয়াশীল বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের পক্ষে যারা অবস্থান নেয়, আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছি, সেটির সঙ্গে কখনো জামায়াত একমত হয়েছে আবার কখনো তারা অবস্থান পরিবর্তন করেছে। একই জিনিস আবার বিএনপির সঙ্গেও হয়েছে। সেই জায়গায় যখন জামায়াত আমাদের সংস্কারগুলো ও মৌলিক প্রস্তাবনাগুলোকে এগিয়ে নিয়ে গেছে, তখন মনে হয়েছে জামায়াতের সঙ্গে আমাদের হৃদ্যতা রয়েছে, একই জিনিস বিএনপির ক্ষেত্রেও হয়েছে। মূলত সংস্কারের পক্ষে যারা থাকবে, এনসিপির সঙ্গে তাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। এই সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবেন, এনসিপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে।

‎হাসনাত আব্দুল্লাহ বলেন, এক এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদকালীন পুরো সময়টা বাংলাদেশ একটা গণতন্ত্রহীন সময় অতিক্রান্ত করেছে। আমাদের এই গণতন্ত্রিক উত্তরণের জন্য একটা নির্বাচন অবশ্যই হতে হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়েই আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু করতে পারব। এই যাত্রায় এনসিপি অন্যতম ও সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, নির্বাচনের আগে আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো সম্পন্ন হওয়ার একটি প্রক্রিয়ায় আমরা পৌঁছেছি। আপনারা গতকাল থেকে দেখছেন হ্যাঁ–না’র একটা বিষয়। অতএব, সংস্কারগুলোর মৌলিক প্রস্তাবনাগুলোর পক্ষে যারা আছে, তারা বলছেন ‘হ্যাঁ’, আর বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে, বিশেষ করে এনসিসির প্রশ্নে, দুদককে স্বাধীনভাবে দূর করা হবে কিনা সেই প্রশ্নে এখন তারা হ্যাঁ–না’র মধ্য দিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে।

‎তিনি আরও বলেন, যারা না বলছেন, তাদের একটা বিষয়ে স্পষ্ট যে তারা মৌলিক সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এখন আমরা আমাদের জায়গা থেকে ‘হ্যাঁ–না’র পাশাপাশি এনসিপির পক্ষ থেকে যে বিষয়টিতে গুরুত্ব দিতে চাচ্ছি, সেটি হচ্ছে অতি দ্রুত এই গণভোট নিয়ে ‘অর্ডার’ হতে হবে, আদেশ দিতে হবে। এই আদেশের আলোচনাটি পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই অতি দ্রুত আদেশের বিষয়টি নিষ্পত্তি হোক। এই আদেশটি কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়, অবশ্যই আদেশ হতে হবে। এই আদেশটি আমাদের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, তাকেই জারি করতে হবে। ফ্যাসিস্টের রেখে যাওয়া লেগেসির ধারক চুপ্পুর এই আদেশ দেওয়ার এখতিয়ার নেই। গণঅভ্যুত্থানের লেগেসি হিসেবে ড. ইউনুসকেই আদেশটি দিতে হবে।

‎এনসিপি নির্বাচনে জোটে যাবে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতোমধ্যে স্পষ্ট করেছেন, নির্বাচনে জোট হওয়ার মৌলিক নিক্তি হচ্ছে সংস্কারের পক্ষে কারা রয়েছে। সেটি সময়ই নির্ধারণ করবে।

ওআ/আপ্র/৩১/১০/২০২৫