ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ২ নেতার বাসায় হামলার প্রতিবাদ

  • আপডেট সময় : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বরিশাল সংবাদদাতা : বরিশাল মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ও সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবরের বাসায় মুখোশধারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়।

এ সময় বুধবার (৮ জানুয়ারি) রাতের হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত শেষে দ্রুত বিচার দাবি করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন- মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ হাসান ও একেএম শহিদুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন, সাইফুল আনম আজিম, হোসেন চৌধুরী, মাহাবুবুল হক পিন্টু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধার ওপর হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রতিবাদ জানানোর পর বুধবার রাতে দুই নেতার বাসায় হামলার ঘটনা ঘটেছে। কারও সঙ্গে মতের বিরোধ থাকলে তা ভিন্নভাবে মীমাংসা করা যেত, এভাবে হামলা করা অনুচিত। তাই আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে বিচার দাবি করছি। নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

প্রসঙ্গত: গত বুধবার রাতে ২০-২০টি মোটরসাইকেলে হেলমেট ও মানকি টুপি পরিহিত দুর্বৃত্তরা রামদা ও হকিস্টিক নিয়ে দুই বাসায় হামলা করে। তারা বাসার জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। এদিকে হামলার ঘটনার পর বিএনপির একাংশের নেতাকর্মীরা নগরে বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীদের প্রকাশ্যে আসার আহ্বান জানান। এদিকে তারেক রহমানের দেওয়া রাষ্ট্র মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বরিশাল মহানগর বিএনপির সাবেক এ নেতারা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডলার সংকট-লোডশেডিং,গাজীপুরে বন্ধ হয়ে গেল ৪০ বছরের পুরোনো কারখানা

বিএনপির ২ নেতার বাসায় হামলার প্রতিবাদ

আপডেট সময় : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

বরিশাল সংবাদদাতা : বরিশাল মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ও সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবরের বাসায় মুখোশধারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়।

এ সময় বুধবার (৮ জানুয়ারি) রাতের হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত শেষে দ্রুত বিচার দাবি করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন- মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ হাসান ও একেএম শহিদুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন, সাইফুল আনম আজিম, হোসেন চৌধুরী, মাহাবুবুল হক পিন্টু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধার ওপর হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রতিবাদ জানানোর পর বুধবার রাতে দুই নেতার বাসায় হামলার ঘটনা ঘটেছে। কারও সঙ্গে মতের বিরোধ থাকলে তা ভিন্নভাবে মীমাংসা করা যেত, এভাবে হামলা করা অনুচিত। তাই আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে বিচার দাবি করছি। নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

প্রসঙ্গত: গত বুধবার রাতে ২০-২০টি মোটরসাইকেলে হেলমেট ও মানকি টুপি পরিহিত দুর্বৃত্তরা রামদা ও হকিস্টিক নিয়ে দুই বাসায় হামলা করে। তারা বাসার জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। এদিকে হামলার ঘটনার পর বিএনপির একাংশের নেতাকর্মীরা নগরে বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীদের প্রকাশ্যে আসার আহ্বান জানান। এদিকে তারেক রহমানের দেওয়া রাষ্ট্র মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বরিশাল মহানগর বিএনপির সাবেক এ নেতারা।