ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

বিএনপির সমাবেশ ঘিরে নেতাকর্মী ও জনতার ঢল

  • আপডেট সময় : ১২:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

সিলেট ও খুলনা সংবাদদাতা : দেড় দশক পর সিলেটে বাধাহীন সমাবেশ করছে বিএনপি। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিশাল র‌্যালি ও বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে দলটি। গতকাল মঙ্গলবার নগরের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠের বিভাগীয় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের থাকার কথা থাকলেও তিনি উপস্থিত না হওয়াতে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সিলেট বিভাগের এই কর্মসূচিতে চার জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী-সমর্থকেরা উপস্থিত হয়েছেন। স্থানীয় বিএনপির নীতিনির্ধারণী একাধিক সূত্র জানায়, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেল ৩টায় সমাবেশ এবং পরে র‌্যালি বের করা হবে। র‌্যালিটি সমাবেশস্থল থেকে চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার হয়ে রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হবে। কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যেই সিলেটের চার জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সিলেট মহানগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জড়ো হচ্ছেন। প্ল্যাকার্ড, ব্যানার, নেতাকর্মীদের ছবি সম্বলিত ফেস্টুনে ছেয়ে গেছে পুরো মাঠ। দলীয় স্লোগান দিচ্ছেন উপস্থিত নেতাকর্মীরা। এর আগে দুপুর থেকে সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ট্রাক, বাস, মাইক্রোবাসে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে আলিয়া মাদরাসা মাঠে প্রবেশ করেন। সিলেট বিভাগ বিএনপির র‌্যালি ও সমাবেশ গত ১৫ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও পিছিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) করা হয়।
খুলনায় বিএনপির সমাবেশ
খুলনা সংবাদদাতা জানান, গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনায় বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও জনতা। খুলনা ও তার আশপাশের উপজেলা থেকে বিএনপির ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর মহানগরীর শিববাড়ি মোড়ের পুরো এলাকা। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রামপাল মোংলা থেকে বিশাল মিছিল সহকারে সমাবেশ অংশ নেওয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান বলেন, বিএনপির সমাবেশ ঘিরে খুলনায় নেতাকর্মী ও জনতার ঢল নেমেছে। বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন। খুলনার সমাবেশ এতে মহাসমাবেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

 

 

 

 

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সমাবেশ ঘিরে নেতাকর্মী ও জনতার ঢল

আপডেট সময় : ১২:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

সিলেট ও খুলনা সংবাদদাতা : দেড় দশক পর সিলেটে বাধাহীন সমাবেশ করছে বিএনপি। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিশাল র‌্যালি ও বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে দলটি। গতকাল মঙ্গলবার নগরের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠের বিভাগীয় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের থাকার কথা থাকলেও তিনি উপস্থিত না হওয়াতে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সিলেট বিভাগের এই কর্মসূচিতে চার জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী-সমর্থকেরা উপস্থিত হয়েছেন। স্থানীয় বিএনপির নীতিনির্ধারণী একাধিক সূত্র জানায়, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেল ৩টায় সমাবেশ এবং পরে র‌্যালি বের করা হবে। র‌্যালিটি সমাবেশস্থল থেকে চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার হয়ে রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হবে। কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যেই সিলেটের চার জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সিলেট মহানগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জড়ো হচ্ছেন। প্ল্যাকার্ড, ব্যানার, নেতাকর্মীদের ছবি সম্বলিত ফেস্টুনে ছেয়ে গেছে পুরো মাঠ। দলীয় স্লোগান দিচ্ছেন উপস্থিত নেতাকর্মীরা। এর আগে দুপুর থেকে সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ট্রাক, বাস, মাইক্রোবাসে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে আলিয়া মাদরাসা মাঠে প্রবেশ করেন। সিলেট বিভাগ বিএনপির র‌্যালি ও সমাবেশ গত ১৫ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও পিছিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) করা হয়।
খুলনায় বিএনপির সমাবেশ
খুলনা সংবাদদাতা জানান, গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনায় বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও জনতা। খুলনা ও তার আশপাশের উপজেলা থেকে বিএনপির ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর মহানগরীর শিববাড়ি মোড়ের পুরো এলাকা। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রামপাল মোংলা থেকে বিশাল মিছিল সহকারে সমাবেশ অংশ নেওয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান বলেন, বিএনপির সমাবেশ ঘিরে খুলনায় নেতাকর্মী ও জনতার ঢল নেমেছে। বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন। খুলনার সমাবেশ এতে মহাসমাবেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।