নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোসহ চলমান সরকার পতনের একদফার আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে মহাসচিব কথা বলবেন।

























