নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বুধবার (৬ আগস্ট) ‘বিজয় র্যালি’ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়।
সরেজমিন দেখা যায়, কর্মসূচি ঘিরে নয়া পল্টন এলাকায় নামে নেতাকর্মীদের ঢল। হাতে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকাসহ বিভিন্ন রঙের ক্যাপ পরে র্যালিতে অংশ নিয়েছেন তারা। আছে ব্যান্ড পার্টিও। এছাড়াও র্যালিতে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে প্রতীকী কারাবন্দি সাবেক আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এছাড়াও প্রতীকী ‘খাঁচাবন্দি’ রূপে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধানের শীষ দিয়ে সেজে অনেককে মনোযোগ আকর্ষণ করতে দেখা গেছে।
ইতিমধ্যে র্যালি পূর্ববর্তী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমেদসহ অন্য গুরুত্বপূর্ণ নেতারা।
সমাবেশে যোগ দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘দীর্ঘ জুলুম-নিপীড়নের পর গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের শেষ হয়। বাংলাদেশের বিজয় হয়। আমরা এই দীর্ঘ সময়ে যেমন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, তেমনই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সামনের দিনেও সুখী, সমৃদ্ধ দেশ গঠনে সংগ্রাম চালিয়ে যাবো।’
জানা গেছে, বিজয় র্যালিটি নয়া পল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে।
বিএনপির র্যালিতে ‘কারাবন্দি’ ইনু-সালমান-আনিস

প্রতীকী কারাবন্দি সাবেক আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ছবি সংগৃহীত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ