ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
বিএনপির ভিত্তি তৃণমূলের জনগণের শিকড়ে: মঈন খান

বিএনপির ভিত্তি তৃণমূলের জনগণের শিকড়ে: মঈন খান

  • আপডেট সময় : ০২:৩১:০০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেশবাসীকে সফল করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বলেন, ‘যারা ভাবছেন সরকারের প্রশাসন যন্ত্র ব্যবহার করে সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টির মাধ্যমে ও মিডিয়ায় অপপ্রচারের সুযোগ নিয়ে বিএনপিকে নেতৃত্বশূন্য ও নিশ্চিহ্ন করে দেবে, তাদের উদ্দেশে বলতে হয়, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার ভিত্তি হচ্ছে তৃণমূলের জনগণের শিকড়ে। তার ওপরে রয়েছে মধ্য সারির ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। সবার শীর্ষে এই দুইয়ের ওপরে শক্ত মাটির ওপরে দাঁড়িয়ে আছে বিএনপিকে যারা সমন্বয় করে দিকনির্দেশনা দেয় সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ।’
গতকাল শনিবার গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, গত কয়েকদিনে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন যে, যাকেই যেখানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সেখানে তাৎক্ষণিকভাবে নতুন নেতৃত্ব গড়ে উঠছে জনগণের মধ্য থেকে। যতদিন না এ দেশের মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম সফল হবে ততদিন আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলতেই থাকবে। কাজেই, মিথ্যা মামলা-হামলা আর গ্রেপ্তার-আটকের মাধ্যমে জনগণের এই গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, আমরা চাই জাতিকে এই সাংঘর্ষিক রাজনীতি থেকে মুক্ত করে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে এবং এ দেশের মানুষ মুক্ত নিশ্বাস নিয়ে স্বাধীন বাংলাদেশে সুখ শান্তিতে তাদের ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার প্রয়োগ করুক, যে আদর্শের জন্যে মুক্তিযোদ্ধারা বুকের রক্ত ঝরিয়ে এদেশ স্বাধীন করেছিল।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিএনপির ভিত্তি তৃণমূলের জনগণের শিকড়ে: মঈন খান

বিএনপির ভিত্তি তৃণমূলের জনগণের শিকড়ে: মঈন খান

আপডেট সময় : ০২:৩১:০০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেশবাসীকে সফল করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বলেন, ‘যারা ভাবছেন সরকারের প্রশাসন যন্ত্র ব্যবহার করে সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টির মাধ্যমে ও মিডিয়ায় অপপ্রচারের সুযোগ নিয়ে বিএনপিকে নেতৃত্বশূন্য ও নিশ্চিহ্ন করে দেবে, তাদের উদ্দেশে বলতে হয়, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার ভিত্তি হচ্ছে তৃণমূলের জনগণের শিকড়ে। তার ওপরে রয়েছে মধ্য সারির ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। সবার শীর্ষে এই দুইয়ের ওপরে শক্ত মাটির ওপরে দাঁড়িয়ে আছে বিএনপিকে যারা সমন্বয় করে দিকনির্দেশনা দেয় সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ।’
গতকাল শনিবার গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, গত কয়েকদিনে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন যে, যাকেই যেখানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সেখানে তাৎক্ষণিকভাবে নতুন নেতৃত্ব গড়ে উঠছে জনগণের মধ্য থেকে। যতদিন না এ দেশের মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম সফল হবে ততদিন আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলতেই থাকবে। কাজেই, মিথ্যা মামলা-হামলা আর গ্রেপ্তার-আটকের মাধ্যমে জনগণের এই গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, আমরা চাই জাতিকে এই সাংঘর্ষিক রাজনীতি থেকে মুক্ত করে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে এবং এ দেশের মানুষ মুক্ত নিশ্বাস নিয়ে স্বাধীন বাংলাদেশে সুখ শান্তিতে তাদের ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার প্রয়োগ করুক, যে আদর্শের জন্যে মুক্তিযোদ্ধারা বুকের রক্ত ঝরিয়ে এদেশ স্বাধীন করেছিল।