ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

বিএনপির দুই গুণ, ভোট চুরি আর মানুষ খুন: শেখ হাসিনা

  • আপডেট সময় : ০৩:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির দুটি গুন আছে জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপির দুটি গুন আছে। একটা হলো ভোট চুরি আর অন্যটি হলো মানুষ খুন। প্রায় ১১ বছর পর চট্টগ্রামে আওয়ামী লীগের এই জনসভায় গতকাল রোববার বিকাল পৌনে চারটার দিকে ভাষণ শুরু করেন শেখ হাসিনা। বিকাল তিনটা ১৫ মিনিটের দিকে মঞ্চে আসন নেন তিনি। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জনসভা। মঞ্চে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা।
মঞ্চে আসন নেওয়ার আগে প্রধানমন্ত্রী ২৯টি প্রকল্পের উদ্বোধন এবং চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সেনাবাহিনীর নবীন ক্যাডেটদের কমিশন প্রাপ্তি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বক্তব্যের শুরুতে প্রায় ৩৪ বছর আগে চট্টগ্রামের লালদীঘি মাঠে আওয়ামী লীগের জনসভায় পুলিশের গুলির ঘটনা স্মরণ করেন। বলেন, ‘এরশাদের সময়ে ওই গুলির ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাকে খালেদা জিয়া রেহাই দিয়েছিলেন। তার মানে হয়ত ওই গুলির ঘটনায় খালেদা জিয়াও জড়িত ছিল।’
লালদিঘীর ওই ঘটনায় শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হচ্ছিলো, তখন ১০-১২ আইনজীবী তাকে উদ্ধার করে নিয়ে যায়। তখন আওয়ামী লীগ সভাপতি পুলিশকে উদ্দেশ করে মাইকে বলেছিলেন, ‘আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলছি, আপনারা গুলি চালাবেন না।’ তবে শেখ হাসিনার এই আহ্বান উপেক্ষা করে ওইদিন পুলিশ নির্বিচারে গুলি চালায়। তাদের গুলিতে ২৪ জন নিহত হন। শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছিল বলে তারা বেশি দিন ক্ষমতায় টিকতে পারেনি। খালেদা বাধ্য হয়েছিল পদত্যাগ করতে। দেড় মাসেরও কম সময়ে তারা পদত্যাগে বাধ্য হয়েছিল। ২০১৪ সালে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে বিএনপি। এর জবাবও একদিন দিতে হবে।’ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জনসভা সঞ্চালনা করছেন। জনসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিম-লির সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থি ছিলেন।
চট্টগ্রামে ২৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন: চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানের জনসভা থেকে চট্টগ্রাম নগর ও জেলার ২৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি এই উন্নয়ন প্রকল্পগুলো চট্টগ্রামবাসীর জন্য উপহার বলে উল্লেখ করেন। একই সময়ে তিনি ৬টি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রোববার বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এসে পৌঁছান। চট্টগ্রাম নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সিনিয়র আওয়ামীলীগ নেতারা।
প্রধানমন্ত্রী যেসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন, তার মধ্যে রয়েছে-চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় হালদা নদী ও ধুরং খালের তীর সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প; সন্দ্বীপ উপজেলার ৭২নং পোল্ডারের ভাঙনপ্রবণ এলাকায় স্লোপ প্রতিরক্ষা কাজের মাধ্যমে পুনর্বাসন (১ম সংশোধিত) প্রকল্প ও বাঁশখালী উপজেলার ৬৪/১এ, ৬৪/১বি এবং ৬৪/১সি পোল্ডারের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী পুনর্বাসন প্রকল্প (২য় সংশোধিত); কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে সীতাকু- টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ; ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ; চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন দারুল উলুম আলিয়া মাদ্রাসার ছয়তলা ভবন এবং সীতাকু- টেকনিক্যাল স্কুলে পাঁচতলা ভবন ও চারতলা প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ, একতলা সার্ভিস এরিয়া ও বৃষ্টির পানি সংরক্ষণসহ ভবন নির্মাণকাজ। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে কোতোয়ালি থানাধীন গুল-এ-জার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন; কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন; চট্টগ্রাম সরকারি কলেজে ১০ তলা একাডেমিক ভবন; কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন; পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন; মীরসরাই উপজেলার করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন; পাঁচলাইশ থানাধীন বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন; বোয়ালমারী উপজেলাধীন হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন; পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন; সন্দ্বীপের সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন এবং ডবলমুরিং থানাধীন সরকারি সিটি কলেজে ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন সম্প্রসারণ, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের লালদিঘি মাঠের ছয় দফা মঞ্চ নির্মাণসহ সংস্কার কাজ এবং খুলশী থানাধীন সিএমপি উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের সম্প্রসারণ কাজ উদ্বোধন করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে রয়েছে মীরসরাইয়ে হিংগুলি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র; লোহাগড়ায় চুনতি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ; শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিটাক চট্টগ্রাম কেন্দ্রের নারী হোস্টেল নির্মাণকাজ; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নাসিরাবাদ শিক্ষানবিস প্রশিক্ষণ দফতর সংস্কার ও আধুনিকায়ন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে দেওয়ানহাটে হর্টিকালচার সেন্টারে একটি প্রশিক্ষণ ও অফিস; নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন (প্রতিটি ৫০০০ বিএইচপি/ ৭০ টন বোলার্ড পুল) টাগবোট সংগ্রহ শীর্ষক প্রকল্প; চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং টার্মিনালের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংগ্রহ শীর্ষক প্রকল্প উদ্বোধন করেন। এ সব প্রকল্প উদ্বোধনের পাশাপাশি চট্টগ্রামের ৬টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো হলো- নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের মীরসরাই ও সন্দ্বীপ অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ, আনোয়ারায় বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির আধুনিককরণ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান স্থাপন এবং বিদ্যুৎ বিভাগের অধীনে চট্টগ্রামস্থ বিপিসি ভবন নির্মাণকাজ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিএনপির দুই গুণ, ভোট চুরি আর মানুষ খুন: শেখ হাসিনা

আপডেট সময় : ০৩:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : বিএনপির দুটি গুন আছে জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপির দুটি গুন আছে। একটা হলো ভোট চুরি আর অন্যটি হলো মানুষ খুন। প্রায় ১১ বছর পর চট্টগ্রামে আওয়ামী লীগের এই জনসভায় গতকাল রোববার বিকাল পৌনে চারটার দিকে ভাষণ শুরু করেন শেখ হাসিনা। বিকাল তিনটা ১৫ মিনিটের দিকে মঞ্চে আসন নেন তিনি। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জনসভা। মঞ্চে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা।
মঞ্চে আসন নেওয়ার আগে প্রধানমন্ত্রী ২৯টি প্রকল্পের উদ্বোধন এবং চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সেনাবাহিনীর নবীন ক্যাডেটদের কমিশন প্রাপ্তি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বক্তব্যের শুরুতে প্রায় ৩৪ বছর আগে চট্টগ্রামের লালদীঘি মাঠে আওয়ামী লীগের জনসভায় পুলিশের গুলির ঘটনা স্মরণ করেন। বলেন, ‘এরশাদের সময়ে ওই গুলির ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাকে খালেদা জিয়া রেহাই দিয়েছিলেন। তার মানে হয়ত ওই গুলির ঘটনায় খালেদা জিয়াও জড়িত ছিল।’
লালদিঘীর ওই ঘটনায় শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হচ্ছিলো, তখন ১০-১২ আইনজীবী তাকে উদ্ধার করে নিয়ে যায়। তখন আওয়ামী লীগ সভাপতি পুলিশকে উদ্দেশ করে মাইকে বলেছিলেন, ‘আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলছি, আপনারা গুলি চালাবেন না।’ তবে শেখ হাসিনার এই আহ্বান উপেক্ষা করে ওইদিন পুলিশ নির্বিচারে গুলি চালায়। তাদের গুলিতে ২৪ জন নিহত হন। শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছিল বলে তারা বেশি দিন ক্ষমতায় টিকতে পারেনি। খালেদা বাধ্য হয়েছিল পদত্যাগ করতে। দেড় মাসেরও কম সময়ে তারা পদত্যাগে বাধ্য হয়েছিল। ২০১৪ সালে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে বিএনপি। এর জবাবও একদিন দিতে হবে।’ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জনসভা সঞ্চালনা করছেন। জনসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিম-লির সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থি ছিলেন।
চট্টগ্রামে ২৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন: চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানের জনসভা থেকে চট্টগ্রাম নগর ও জেলার ২৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি এই উন্নয়ন প্রকল্পগুলো চট্টগ্রামবাসীর জন্য উপহার বলে উল্লেখ করেন। একই সময়ে তিনি ৬টি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রোববার বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এসে পৌঁছান। চট্টগ্রাম নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সিনিয়র আওয়ামীলীগ নেতারা।
প্রধানমন্ত্রী যেসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন, তার মধ্যে রয়েছে-চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় হালদা নদী ও ধুরং খালের তীর সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প; সন্দ্বীপ উপজেলার ৭২নং পোল্ডারের ভাঙনপ্রবণ এলাকায় স্লোপ প্রতিরক্ষা কাজের মাধ্যমে পুনর্বাসন (১ম সংশোধিত) প্রকল্প ও বাঁশখালী উপজেলার ৬৪/১এ, ৬৪/১বি এবং ৬৪/১সি পোল্ডারের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী পুনর্বাসন প্রকল্প (২য় সংশোধিত); কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে সীতাকু- টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ; ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ; চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন দারুল উলুম আলিয়া মাদ্রাসার ছয়তলা ভবন এবং সীতাকু- টেকনিক্যাল স্কুলে পাঁচতলা ভবন ও চারতলা প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ, একতলা সার্ভিস এরিয়া ও বৃষ্টির পানি সংরক্ষণসহ ভবন নির্মাণকাজ। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে কোতোয়ালি থানাধীন গুল-এ-জার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন; কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন; চট্টগ্রাম সরকারি কলেজে ১০ তলা একাডেমিক ভবন; কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন; পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন; মীরসরাই উপজেলার করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন; পাঁচলাইশ থানাধীন বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন; বোয়ালমারী উপজেলাধীন হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন; পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন; সন্দ্বীপের সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন এবং ডবলমুরিং থানাধীন সরকারি সিটি কলেজে ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন সম্প্রসারণ, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের লালদিঘি মাঠের ছয় দফা মঞ্চ নির্মাণসহ সংস্কার কাজ এবং খুলশী থানাধীন সিএমপি উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের সম্প্রসারণ কাজ উদ্বোধন করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে রয়েছে মীরসরাইয়ে হিংগুলি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র; লোহাগড়ায় চুনতি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ; শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিটাক চট্টগ্রাম কেন্দ্রের নারী হোস্টেল নির্মাণকাজ; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নাসিরাবাদ শিক্ষানবিস প্রশিক্ষণ দফতর সংস্কার ও আধুনিকায়ন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে দেওয়ানহাটে হর্টিকালচার সেন্টারে একটি প্রশিক্ষণ ও অফিস; নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন (প্রতিটি ৫০০০ বিএইচপি/ ৭০ টন বোলার্ড পুল) টাগবোট সংগ্রহ শীর্ষক প্রকল্প; চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং টার্মিনালের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংগ্রহ শীর্ষক প্রকল্প উদ্বোধন করেন। এ সব প্রকল্প উদ্বোধনের পাশাপাশি চট্টগ্রামের ৬টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো হলো- নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের মীরসরাই ও সন্দ্বীপ অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ, আনোয়ারায় বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির আধুনিককরণ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান স্থাপন এবং বিদ্যুৎ বিভাগের অধীনে চট্টগ্রামস্থ বিপিসি ভবন নির্মাণকাজ।