ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

বিএনপির কমিটি গঠন নিয়ে সংঘর্ষ

  • আপডেট সময় : ০৭:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোংলায় ভোটের মাধ্যমে বিএনপির পৌর কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে চার জন আহত হয়েছেন। এ ছাড়া ভোট গ্রহণের শেষ পর্যায়ে ৬ নম্বর ওয়ার্ডে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এসব ঘটনা ঘটে। এদিকে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনীর সদস্যদের। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী কামাল হোসেন জানান, ভোট চলাকালে দুপুর ১২টায় তার প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে তিনি এবং তার ছেলেসহ চার জন আহত হন। পরে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা নেন তারা।

আহতরা হলেন, কামাল হোসেন (৫৪), আব্দুল আহাদ নুর (১৮), মোহাম্মদ বাহাদুর (৩২) ও মোহাম্মদ মিজান (৩০)। এদিকে, কমিটি গঠনের লক্ষ্য ভোটের শেষ পর্যায়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় প্রতিপক্ষ। ঘটনাস্থলে থাকা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির নেতা নাসির আহমেদ মালেক এ সব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এর জন্য তার দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মী দায়ী। এই ওয়ার্ডে আবার ভোট হবে। মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন বলেও জানান তিনি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির কমিটি গঠন নিয়ে সংঘর্ষ

আপডেট সময় : ০৭:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোংলায় ভোটের মাধ্যমে বিএনপির পৌর কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে চার জন আহত হয়েছেন। এ ছাড়া ভোট গ্রহণের শেষ পর্যায়ে ৬ নম্বর ওয়ার্ডে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এসব ঘটনা ঘটে। এদিকে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনীর সদস্যদের। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী কামাল হোসেন জানান, ভোট চলাকালে দুপুর ১২টায় তার প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে তিনি এবং তার ছেলেসহ চার জন আহত হন। পরে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা নেন তারা।

আহতরা হলেন, কামাল হোসেন (৫৪), আব্দুল আহাদ নুর (১৮), মোহাম্মদ বাহাদুর (৩২) ও মোহাম্মদ মিজান (৩০)। এদিকে, কমিটি গঠনের লক্ষ্য ভোটের শেষ পর্যায়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় প্রতিপক্ষ। ঘটনাস্থলে থাকা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির নেতা নাসির আহমেদ মালেক এ সব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এর জন্য তার দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মী দায়ী। এই ওয়ার্ডে আবার ভোট হবে। মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন বলেও জানান তিনি।