ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

বিএনপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৩:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ‘বিএনপিতে যোগদানে হিড়িক পড়েছে’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেকই যোগদান করছেন। এখন বিএনপিতে যোগ দেওয়ার তো হিড়িক পড়ে গেছে, ধুম উঠে গেছে।’

সোমবার (১ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপি একমাত্র দল, জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে।’

রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আমার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। আমরা আশাবাদী যে, ড. রেজা কিবরিয়ার যোগদান আমাদের কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে। এই যোগদান সারা দেশে একটা প্রভাব বিস্তার করবে। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশকে নতুন বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি অবদান রাখবেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা জানেন যে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি। তার নেতৃত্বে আমরা ১৫ বছর সংগ্রাম করেছি, তার নেতৃত্বে জনগণ যদি সমর্থন করে আমরা বাংলাদেশ একটি গণতান্ত্রিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে চাই। এই রাষ্ট্র নির্মাণের আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে। আমরা ইতিপূর্বে তিনবার সরকার গঠন করেছি এবং এর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে বলতে পারি বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।’

২০১৮ সালের নির্বাচনে রেজা কিবরিয়া হবিগঞ্জ- ১ আসনে (বাহুবল-নবীনগর) ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা বাংলাদেশের রাজনীতিতে মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও অগ্রচিন্তার মানুষদেরকে নিয়ে বাংলাদেশে ভবিষ্যৎ ও আগামীর বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমাদের ৩১ দফার মূল বক্তব্যও তাই।’

তিনি বলেন, ‘এখন প্রয়োজনীয় সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বে ও প্রতিভাবান মানুষদের। যারা যথেষ্ট জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক সংস্কারের যথেষ্ট ভূমিকা রাখতে পারবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ ও গণতান্ত্রিকভাবে আমাদের স্বপ্নের প্রত্যাশিত বাংলাদেশের নির্মাণ করতে পারব। সেই প্রেক্ষিতে ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে আমরা স্বাগত জানাই।’

এসি/আপ্র/০১/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিএনপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ‘বিএনপিতে যোগদানে হিড়িক পড়েছে’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেকই যোগদান করছেন। এখন বিএনপিতে যোগ দেওয়ার তো হিড়িক পড়ে গেছে, ধুম উঠে গেছে।’

সোমবার (১ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপি একমাত্র দল, জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে।’

রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আমার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। আমরা আশাবাদী যে, ড. রেজা কিবরিয়ার যোগদান আমাদের কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে। এই যোগদান সারা দেশে একটা প্রভাব বিস্তার করবে। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশকে নতুন বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি অবদান রাখবেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা জানেন যে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি। তার নেতৃত্বে আমরা ১৫ বছর সংগ্রাম করেছি, তার নেতৃত্বে জনগণ যদি সমর্থন করে আমরা বাংলাদেশ একটি গণতান্ত্রিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে চাই। এই রাষ্ট্র নির্মাণের আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে। আমরা ইতিপূর্বে তিনবার সরকার গঠন করেছি এবং এর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে বলতে পারি বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।’

২০১৮ সালের নির্বাচনে রেজা কিবরিয়া হবিগঞ্জ- ১ আসনে (বাহুবল-নবীনগর) ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা বাংলাদেশের রাজনীতিতে মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও অগ্রচিন্তার মানুষদেরকে নিয়ে বাংলাদেশে ভবিষ্যৎ ও আগামীর বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমাদের ৩১ দফার মূল বক্তব্যও তাই।’

তিনি বলেন, ‘এখন প্রয়োজনীয় সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বে ও প্রতিভাবান মানুষদের। যারা যথেষ্ট জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক সংস্কারের যথেষ্ট ভূমিকা রাখতে পারবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ ও গণতান্ত্রিকভাবে আমাদের স্বপ্নের প্রত্যাশিত বাংলাদেশের নির্মাণ করতে পারব। সেই প্রেক্ষিতে ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে আমরা স্বাগত জানাই।’

এসি/আপ্র/০১/১২/২০২৫