ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বিএডিসির রংপুর জোনের বীজ ডিলারদের সার ডিলারে নিবন্ধনের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : ০৮:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ছবি- আজকের প্রত্যাশা

মোঃ নুর জামাল হক, রংপুর: বর্তমানে বিশ্বের অর্থনৈতিক অবস্থায় ভয়াবহ আগ্রাসন হতে বিশ্ব তথা বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে কৃষি বীজ সরকারের স্বপ্ন পূরণের প্রচেষ্টাকে সফল করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ ডিলাররা নিরলসভাবে কৃষকের সেবায় নিয়োজিত। কিন্তু তারা কৃষককে হাতের নাগলে বীজ ও বালাইনাশক দিয়ে সেবা দিতে পারলেও কৃষির অন্যতম উপকরণ সার দিতে পারছেন না। তারা যদি সার ডিলার হিসেবে নিবন্ধন পায়, তাহলে কৃষকদের সারের জন্য দূরবর্তী ডিলারদের কাছে যেতে হবে না। এতে তারা চাষিদের পরিবহন ব্যয়সাশ্রয় ও উৎপাদন বৃদ্ধিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। ফলে মৌসুমভিত্তিক বীজ বিক্রির পর সারা বছর সার বিক্রির মাধ্যমে সৎ উপায়ে জীবনযাপনের করতে পারবেন। তাই বিএডিসির বীজ ডিলাররা সার ডিলারের নিবন্ধন পাওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।

বৈষম্যহীন বাংলাদেশে সার ও বীজ কৃষকদের দোরগোড়ায় পৌছানোর দৃঢ়প্রতিজ্ঞা ডিলাররা। এ ব্যাপারে কৃষি উপদেষ্টা সম্মতি আছে বলে জানা গেছে।

এদিকে বিএডিসির পরিচালনা পর্ষদের ২০১০ সালের ২২ মার্চ অনুষ্ঠিত পঞ্চম সাধারণ সভায় বীজ ডিলার থেকে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশের ভিত্তিতে সার ডিলার হিসেবে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এমতাবস্থায় মানবিক বিবেচনা বিএডিসির বীজ ডিলার থেকে সার ডিলার হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য রংপুর অঞ্চলের ডিলাররা বিশেষভাবে দাবি জানান।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিএডিসির রংপুর জোনের বীজ ডিলারদের সার ডিলারে নিবন্ধনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

মোঃ নুর জামাল হক, রংপুর: বর্তমানে বিশ্বের অর্থনৈতিক অবস্থায় ভয়াবহ আগ্রাসন হতে বিশ্ব তথা বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে কৃষি বীজ সরকারের স্বপ্ন পূরণের প্রচেষ্টাকে সফল করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ ডিলাররা নিরলসভাবে কৃষকের সেবায় নিয়োজিত। কিন্তু তারা কৃষককে হাতের নাগলে বীজ ও বালাইনাশক দিয়ে সেবা দিতে পারলেও কৃষির অন্যতম উপকরণ সার দিতে পারছেন না। তারা যদি সার ডিলার হিসেবে নিবন্ধন পায়, তাহলে কৃষকদের সারের জন্য দূরবর্তী ডিলারদের কাছে যেতে হবে না। এতে তারা চাষিদের পরিবহন ব্যয়সাশ্রয় ও উৎপাদন বৃদ্ধিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। ফলে মৌসুমভিত্তিক বীজ বিক্রির পর সারা বছর সার বিক্রির মাধ্যমে সৎ উপায়ে জীবনযাপনের করতে পারবেন। তাই বিএডিসির বীজ ডিলাররা সার ডিলারের নিবন্ধন পাওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।

বৈষম্যহীন বাংলাদেশে সার ও বীজ কৃষকদের দোরগোড়ায় পৌছানোর দৃঢ়প্রতিজ্ঞা ডিলাররা। এ ব্যাপারে কৃষি উপদেষ্টা সম্মতি আছে বলে জানা গেছে।

এদিকে বিএডিসির পরিচালনা পর্ষদের ২০১০ সালের ২২ মার্চ অনুষ্ঠিত পঞ্চম সাধারণ সভায় বীজ ডিলার থেকে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশের ভিত্তিতে সার ডিলার হিসেবে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এমতাবস্থায় মানবিক বিবেচনা বিএডিসির বীজ ডিলার থেকে সার ডিলার হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য রংপুর অঞ্চলের ডিলাররা বিশেষভাবে দাবি জানান।

আজকের প্রত্যাশা/কেএমএএ