নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য বাড়ার ফলে বাড়তে যাচ্ছে গণপরিবহনের ভাড়া। শনিবার বিকেলে এ নিয়ে বৈঠকও রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ১৫ থেকে ১৭ শতাংশ ভাড়া বাড়ানোর টার্গেট নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করতে চায় ওই বৈঠকে। তবে পরিবহন মালিকরা চাইছেন বাসের ভাড়া যেন ২৫ থেকে ৩০ শতাংশ বাড়ানো হয়। বিআরটিএ ও বাস মালিক সূত্রের একাধিকজনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। বিআরটিএ সূত্র বলছে, তারা ১৫ থেকে ১৭ শতাংশ ভাড়া বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা এগুবেন। তবে বিআরটিএ ও বাস মালিকদের সঙ্গে আলোচনা শেষে ভাড়া সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়তে বলে আশাবাদী বিআরটিএ। এদিকে পরিবহন মালিক সূত্র বলেছে, শুধু যে তেলের দাম বাড়ানোর কারণে ভাড়া বাড়বে বিষয়টি এ রকম নয়। কেননা পরিবহন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে। এ ছাড়া পরিবহন যন্ত্রাংশের দামও বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২৫ থেকে ৩০ শতাংশ ভাড়া বাড়ানোর বিষয়টি যৌক্তিক মনে করছেন বাস মালিকরা। তবে বিআরটিএ ও বাস মালিকদের দরকষাকষিতে ভাড়া বৃদ্ধির বিষয়টি ২৫ শতাংশে স্থির হতে পারে বলে আভাস মিলেছে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ নিজ কার্যালয়ে দুপুরে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের মানুষের আয় কম না। সুতরাং বাসভাড়া বাড়লেও তা সহনীয় পর্যায়ে রাখা হবে। ’ এদিকে বিআরটিএর সঙ্গে দেনদরবার করার জন্য বিভিন্ন বাস মালিকদের সমন্বয়ে ‘সমন্বয় কমিটি’ করেছে পরিবহন মালিক সমিতি। তারা শনিবার ভাড়া বাড়ানো বিষয়ক বৈঠকে ভাড়া বাড়ানোর বিষয়ে নিজেদের যুক্তি ও দাবি তুলে ধরবেন। বর্তমানে দূরপাল্লার বাসে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া ১ টাকা ৮০ পয়সা। বর্তমানে সিটি এলাকায় (৫২ আসনের) বাসে প্রতি কিলোমিটারের প্রত্যেক যাত্রীর ভাড়া ২ টাকা ১৫ পয়সা। ভাড়া বাড়ানো হলে তা কিলোমিটার প্রতি কত গিয়ে দাঁড়ায় তা এখন অপেক্ষার বিষয়। প্রসঙ্গত, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। যা মূল্যবৃদ্ধির হারের দিক থেকে এ পর্যন্ত রেকর্ড। ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে প্রতি লিটারে দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রলে ৪৪ টাকা এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা। শুক্রবার মধ্যরাত থেকে তেলের বাড়তি দাম কার্যকর হয়েছে।
বিআরটিএ ভাড়া বাড়াতে চায় ১৫ শতাংশ, বাস মালিকদের আবদার দ্বিগুণ
ট্যাগস :
বিআরটিএ ভাড়া বাড়াতে চায় ১৫ শতাংশ
জনপ্রিয় সংবাদ