ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

বিআইডব্লিউটিসিতে ১৮৭৭ পদ শূন্য

  • আপডেট সময় : ০২:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) বিভিন্ন শ্রেণির চার হাজার ৭৮০টি পদের বিপরীতে কর্মরত আছেন দুই হাজার ৯০৩ জন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে শূন্যপদের সংখ্যা এক হাজার ৮৭৭টি। পদগুলোতে বর্তমানে নিয়োগ কার্যক্রম চলমান বলে জানা গেছে।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উত্থাপিত এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
বৈঠকে উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, বিআইডব্লিউটিসির প্রথম শ্রেণির ১৭০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৩১ জন, শূন্য ৩৯টি পদ। দ্বিতীয় শ্রেণির ৪৩৮টি পদের বিপরীতে কর্মরত ২৪০ জন, শূন্য আছে ১৯৮টিতে। তৃতীয় শ্রেণির দুই হাজার ২৯২টি পদের বিপরীতে কর্মরত আছেন এক হাজার ৩৭৬ জন, শূন্য আছে ৯১৬টি। চতুর্থ শ্রেণির এক হাজার ৮৮০টি পদের মধ্যে কর্মরত আছেন এক হাজার ১৫৬ জন এবং শূন্য আছে ৭২৪টি পদ।

বৈঠকে বিআইডব্লিউটিসির বিগত ৫ বছরের আয়-ব্যয়ের হিসাবও তুলে ধরা হয়েছে। তথ্যমতে, প্রতিষ্ঠানটি ২০১৫-১৬ অর্থবছরে ৪৬ কোটি ৬৬ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থ বছরে ২০ কোটি ৩৭ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থ বছরে ২১ কোটি ৮০ লাখ টাকা, ২০১৮-১৯ অর্থ বছরে ৯ কোটি ৯৭ লাখ টাকা এবং ২০১৯-২০ অর্থ বছরে ১০ কোটি ৯ লাখ টাকা লাভ করেছে। অবশ্য কমিটি এই হিসাবকে ‘অসম্পূর্ণ’ উল্লেখ করে পরবর্তী বৈঠকে আয়-ব্যয়ের বার্ষিক বিবরণী পৃথকভাবে তোলার সুপারিশ করেছে।

এদিকে, সংসদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে কমিটি ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১’-এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। এটি পাশের সুপারিশ করে সংসদে রিপোর্ট দেয়া হবে।

বৈঠকে যাত্রীদের স্বাচ্ছন্দ্য, নিরাপদ এবং দ্রুততম সময়ে যাতায়াত নিশ্চিতকরণের সুপারিশ করা হয়। এছাড়া, নদীতে পলি জমার কারণ উদঘাটনে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান এবং মো. আছলাম হোসেন সওদাগর অংশগ্রহণ করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিআইডব্লিউটিসিতে ১৮৭৭ পদ শূন্য

আপডেট সময় : ০২:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) বিভিন্ন শ্রেণির চার হাজার ৭৮০টি পদের বিপরীতে কর্মরত আছেন দুই হাজার ৯০৩ জন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে শূন্যপদের সংখ্যা এক হাজার ৮৭৭টি। পদগুলোতে বর্তমানে নিয়োগ কার্যক্রম চলমান বলে জানা গেছে।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উত্থাপিত এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
বৈঠকে উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, বিআইডব্লিউটিসির প্রথম শ্রেণির ১৭০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৩১ জন, শূন্য ৩৯টি পদ। দ্বিতীয় শ্রেণির ৪৩৮টি পদের বিপরীতে কর্মরত ২৪০ জন, শূন্য আছে ১৯৮টিতে। তৃতীয় শ্রেণির দুই হাজার ২৯২টি পদের বিপরীতে কর্মরত আছেন এক হাজার ৩৭৬ জন, শূন্য আছে ৯১৬টি। চতুর্থ শ্রেণির এক হাজার ৮৮০টি পদের মধ্যে কর্মরত আছেন এক হাজার ১৫৬ জন এবং শূন্য আছে ৭২৪টি পদ।

বৈঠকে বিআইডব্লিউটিসির বিগত ৫ বছরের আয়-ব্যয়ের হিসাবও তুলে ধরা হয়েছে। তথ্যমতে, প্রতিষ্ঠানটি ২০১৫-১৬ অর্থবছরে ৪৬ কোটি ৬৬ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থ বছরে ২০ কোটি ৩৭ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থ বছরে ২১ কোটি ৮০ লাখ টাকা, ২০১৮-১৯ অর্থ বছরে ৯ কোটি ৯৭ লাখ টাকা এবং ২০১৯-২০ অর্থ বছরে ১০ কোটি ৯ লাখ টাকা লাভ করেছে। অবশ্য কমিটি এই হিসাবকে ‘অসম্পূর্ণ’ উল্লেখ করে পরবর্তী বৈঠকে আয়-ব্যয়ের বার্ষিক বিবরণী পৃথকভাবে তোলার সুপারিশ করেছে।

এদিকে, সংসদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে কমিটি ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১’-এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। এটি পাশের সুপারিশ করে সংসদে রিপোর্ট দেয়া হবে।

বৈঠকে যাত্রীদের স্বাচ্ছন্দ্য, নিরাপদ এবং দ্রুততম সময়ে যাতায়াত নিশ্চিতকরণের সুপারিশ করা হয়। এছাড়া, নদীতে পলি জমার কারণ উদঘাটনে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান এবং মো. আছলাম হোসেন সওদাগর অংশগ্রহণ করেন।