ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

বায়োপিকেও কথা বলবেন না ‘মিস্টার বিন’

  • আপডেট সময় : ১২:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • ২০২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : মুখের কথা ছাড়াই শুধু অঙ্গভঙ্গি দেখেই হাসতে বাধ্য করা চরিত্রের নাম মিস্টার বিন।মিস্টার বিনকে চিনে না এমন লোক পাওয়া মুশকিল। নির্মিত হচ্ছে বিশ্বের অন্যতম এই জনপ্রিয় শিল্পীর বায়োপিক। সারাজীবন যেমন কোনো কথা ছাড়াই মানুষকে হাসিয়েছেন তিনি ঠিক সেভাবেই তার জীবনিচিত্রেও তার চরিত্র থাকবে নির্বাক। মিস্টার বিন ১৯৫৫ সালের ৬ই জানুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহন করেন।আসল নাম রোয়ান অ্যাটকিনসন।ছোটবেলায় তিনি ছিলেন খুব লাজুক এবং চুপচাপ স্বভাবের। যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে পড়াশোনা শেষ করে অক্সর্ফোড বিশ্ববিদ্যালয় এর অধীনে দ্য কুইনস কলেজ থেকে পিএইচডি করেন সেই একই বিষয়ে। প্রকৌশলে পড়াশুনা করলেও তরুণ বয়সে রোয়ান অ্যাটকিনসনের শখ ছিল নিজের ক্যামেরায় ভিডিও ধারণ করা। তখন কি জানতেন একদিন তিনিই হবেন পৃথিবী বিখ্যাত সেরা একজন কমেডিয়ান। তার বায়োপিক বানাতে তারুন্যের নির্বাক সেই ভিডিওগুলো ব্যবহৃত হবে তা ছিল তার কল্পনার বাইরে।
এবার রূপালি পর্দায় অতি জনপ্রিয় চরিত্র মিস্টার বিন চরিত্রে রূপদানকারী অ্যাটকিনসনের বায়োপিক আসতে যাচ্ছে। ৬৬ বছর আগের সেই ফুটেজগুলো ব্যবহার করা হবে আত্মজীবনীমূলক এই ছবিতে। তার জীবনের নানা দিক উঠে আসবে এই বায়োপিকে। মিস্টার বিন মানেই হাসি যেন থামতেই চায় না। তবে বাস্তবের মিস্টার বিন একজন গম্ভীর প্রকৃতির মানুষ।বেশি কথা বলা পছন্দ নয় তার। মিস্টার বিন হয়ে উঠা তার জন্য বিরক্তিকর একটা অভিজ্ঞতা। তিনি এই চরিত্রে ছোট পর্দায় প্রথম আসেন ১৯৯০ সালে। শো টি প্রথম প্রচারিত হয় ১৯৯০ সালের জানুয়ারি থেকে ১৯৯৫ সালের ডিসেম্বর পর্যন্ত।চরিত্রটিতে অভিনয়ের সময় তিনি ভাবতেন ‘‘কবে শেষ হবে এই যন্ত্রনা”?।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বায়োপিকেও কথা বলবেন না ‘মিস্টার বিন’

আপডেট সময় : ১২:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১

বিনোদন ডেস্ক : মুখের কথা ছাড়াই শুধু অঙ্গভঙ্গি দেখেই হাসতে বাধ্য করা চরিত্রের নাম মিস্টার বিন।মিস্টার বিনকে চিনে না এমন লোক পাওয়া মুশকিল। নির্মিত হচ্ছে বিশ্বের অন্যতম এই জনপ্রিয় শিল্পীর বায়োপিক। সারাজীবন যেমন কোনো কথা ছাড়াই মানুষকে হাসিয়েছেন তিনি ঠিক সেভাবেই তার জীবনিচিত্রেও তার চরিত্র থাকবে নির্বাক। মিস্টার বিন ১৯৫৫ সালের ৬ই জানুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহন করেন।আসল নাম রোয়ান অ্যাটকিনসন।ছোটবেলায় তিনি ছিলেন খুব লাজুক এবং চুপচাপ স্বভাবের। যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে পড়াশোনা শেষ করে অক্সর্ফোড বিশ্ববিদ্যালয় এর অধীনে দ্য কুইনস কলেজ থেকে পিএইচডি করেন সেই একই বিষয়ে। প্রকৌশলে পড়াশুনা করলেও তরুণ বয়সে রোয়ান অ্যাটকিনসনের শখ ছিল নিজের ক্যামেরায় ভিডিও ধারণ করা। তখন কি জানতেন একদিন তিনিই হবেন পৃথিবী বিখ্যাত সেরা একজন কমেডিয়ান। তার বায়োপিক বানাতে তারুন্যের নির্বাক সেই ভিডিওগুলো ব্যবহৃত হবে তা ছিল তার কল্পনার বাইরে।
এবার রূপালি পর্দায় অতি জনপ্রিয় চরিত্র মিস্টার বিন চরিত্রে রূপদানকারী অ্যাটকিনসনের বায়োপিক আসতে যাচ্ছে। ৬৬ বছর আগের সেই ফুটেজগুলো ব্যবহার করা হবে আত্মজীবনীমূলক এই ছবিতে। তার জীবনের নানা দিক উঠে আসবে এই বায়োপিকে। মিস্টার বিন মানেই হাসি যেন থামতেই চায় না। তবে বাস্তবের মিস্টার বিন একজন গম্ভীর প্রকৃতির মানুষ।বেশি কথা বলা পছন্দ নয় তার। মিস্টার বিন হয়ে উঠা তার জন্য বিরক্তিকর একটা অভিজ্ঞতা। তিনি এই চরিত্রে ছোট পর্দায় প্রথম আসেন ১৯৯০ সালে। শো টি প্রথম প্রচারিত হয় ১৯৯০ সালের জানুয়ারি থেকে ১৯৯৫ সালের ডিসেম্বর পর্যন্ত।চরিত্রটিতে অভিনয়ের সময় তিনি ভাবতেন ‘‘কবে শেষ হবে এই যন্ত্রনা”?।