ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বায়ুদূষণ রোধ মামলায় আদালতে দোষী সাব্যস্ত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ১১:১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় একটি আদালতে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিরুদ্ধে বায়ুদূষণ রোধে উদাসীনতার অভিযোগ এনে একটি মামলা হয়েছিল। সেই মামলায় জোকো উইদোদো ও সরকারের অন্য শীর্ষ কর্মকর্তারা দোষী সাব্যস্ত হয়েছেন।
যুগান্তকারী রায়ে আদালত স্টেশনগুলো মনিটরিং করা ও জাকার্তার বাতাসের মান উন্নয়ন করার নির্দেশ দিয়েছেন। ২০১৯ সালে জাকার্তা শহর বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তারপর জাকার্তার ৩২ জন বাসিন্দা এই মামলা করেছিলেন। আটবার এই মামলার রায় স্থগিত করা হয়।
জাকার্তা শহরে প্রায় ১০ মিলিয়ন মানুষ বসবাস করে। ইন্দোনেশিয়ায় এই শহরটিই বৃহত্তম শহর। মামলা করা হয়েছিল প্রেসিডেন্ট উইদোদো, বন ও পরিবেশ মন্ত্রণালয় ও জাকার্তার গভর্নরসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। মামলায় অভিযোগ করা হয় যে, বায়ুদূষণের কারণে শহরের মানুষের স্বাস্থ্যগত অবস্থা খারাপ হচ্ছে।
ডিস্ট্রিক্ট কোর্ট প্রেসিডেন্ট জোকো উইদোদোকে বাতাসের জাতীয় মান উন্নতির জন্য নির্দেশ দিয়েছেন। আদালত আরো বলেছেন যে, প্রাদেশিক সরকারকে পুরাতন গাড়ির ধোঁয়া নির্গমন পরিস্থিতি নিয়মিত বিরতিতে পরীক্ষা করে দেখতে হবে এবং সব তথ্য জনগণের সামনে প্রকাশ করতে হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বায়ুদূষণ রোধ মামলায় আদালতে দোষী সাব্যস্ত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আপডেট সময় : ১১:১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় একটি আদালতে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিরুদ্ধে বায়ুদূষণ রোধে উদাসীনতার অভিযোগ এনে একটি মামলা হয়েছিল। সেই মামলায় জোকো উইদোদো ও সরকারের অন্য শীর্ষ কর্মকর্তারা দোষী সাব্যস্ত হয়েছেন।
যুগান্তকারী রায়ে আদালত স্টেশনগুলো মনিটরিং করা ও জাকার্তার বাতাসের মান উন্নয়ন করার নির্দেশ দিয়েছেন। ২০১৯ সালে জাকার্তা শহর বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তারপর জাকার্তার ৩২ জন বাসিন্দা এই মামলা করেছিলেন। আটবার এই মামলার রায় স্থগিত করা হয়।
জাকার্তা শহরে প্রায় ১০ মিলিয়ন মানুষ বসবাস করে। ইন্দোনেশিয়ায় এই শহরটিই বৃহত্তম শহর। মামলা করা হয়েছিল প্রেসিডেন্ট উইদোদো, বন ও পরিবেশ মন্ত্রণালয় ও জাকার্তার গভর্নরসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। মামলায় অভিযোগ করা হয় যে, বায়ুদূষণের কারণে শহরের মানুষের স্বাস্থ্যগত অবস্থা খারাপ হচ্ছে।
ডিস্ট্রিক্ট কোর্ট প্রেসিডেন্ট জোকো উইদোদোকে বাতাসের জাতীয় মান উন্নতির জন্য নির্দেশ দিয়েছেন। আদালত আরো বলেছেন যে, প্রাদেশিক সরকারকে পুরাতন গাড়ির ধোঁয়া নির্গমন পরিস্থিতি নিয়মিত বিরতিতে পরীক্ষা করে দেখতে হবে এবং সব তথ্য জনগণের সামনে প্রকাশ করতে হবে।