বগুড়া সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রামে নিজ বাড়িতে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী রওশন আরা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারি) রাতের কোনও এক সময় উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম ও প্রতিবেশীরা জানান, নিহত গৃহবধূ রওশন আরা বেগম নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।
চাকরির সুবাদে ছেলে ঢাকায় বসবাস করেন। মেয়ে বিয়ে হওয়ায় শ্বশুরবাড়িতে থাকেন। তিনি বাড়িতে একাই থাকতেন। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে বারান্দায় তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘরে মালামাল এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা আরও জানান, খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তারা সুরতহাল রিপোর্ট তৈরি ও আলামত সংগ্রহের পর দুপুরে লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, স্বামী মালয়েশিয়া, ছেলে ঢাকায় ও মেয়ে শ্বশুরবাড়িতে থাকায় নিহত গৃহবধূ রওশন আরা বেগম একই বাড়িতে থাকতেন। বাড়িতে সবকিছু স্বাভাবিক রয়েছে। কোনও কিছু খোয়া যায়নি। তার মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে তার হত্যাকাণ্ডের কোনও কারণ নিশ্চিত হওয়া যায়নি। ব্যক্তিগত বিরোধসহ নানান বিষয় নিয়ে তদন্ত চলছে।
তথ্য প্রযুক্তির সহযোগিতায় হত্যায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। শনিবার বিকাল পর্যন্ত কোনও রহস্য উদঘাটন বা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।