ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বাড়ছে বন্যার বিস্তার

  • আপডেট সময় : ০২:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : উজানে বর্ষণ অব্যাহত থাকায় বহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিককায় নদ-নদীর পানি বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে বন্যায় প্লাবিত এলাকা। পানি উন্নয়ন বোর্ড গতকাল বুধবার জানিয়েছে, ইতোমধ্যে ১১টি জেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী দুদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, ফলে এসব এলাকার বন্যা পরিস্থিতিরও অবনতি হতে পারে। গত এক সপ্তাহে বন্যা কবলিত এলাকার পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকলেও উজানে বৃষ্টির কারণে ফের নদ-নদীর বাড়তে শুরু করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, বগুড়ায় প্লাবিত এলাকায় ১১ হাজার ১৫০টি পরিবারের ৪৫ হাজার ২০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
জামালপুরে পানিবন্দি হয়ে ৭ হাজার ৫১৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে; কয়েকটি উপজেলায় যমুনা নদীতে ভাঙ্গনও দেখা দিয়েছে। কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপঝেরায় ১০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাইবান্ধায় কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, যমুনা-বহ্মপুত্র এবং গঙ্গা-পদ্মার পানি যেভাবে বাড়ছে তা ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় ভাগ্যকূল ও মাওয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার উপরে চলে যেতে পারে।
কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর ও ফরিদপুর জেলার নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতিরও অবনতি হতে পারে এ সময়।
তবে দেশের উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকায় নদ-নদীর পানি কমছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
দেশের নদ-নদীগুলোর ১০৯টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ১৬টি পয়েন্টে এখন পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর এখন মোটামুটি সক্রিয়, বঙ্গোপসাগরে এর সক্রিয়তা মাঝারি ধরনের। এ অবস্থায় আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাড়ছে বন্যার বিস্তার

আপডেট সময় : ০২:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : উজানে বর্ষণ অব্যাহত থাকায় বহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিককায় নদ-নদীর পানি বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে বন্যায় প্লাবিত এলাকা। পানি উন্নয়ন বোর্ড গতকাল বুধবার জানিয়েছে, ইতোমধ্যে ১১টি জেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী দুদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, ফলে এসব এলাকার বন্যা পরিস্থিতিরও অবনতি হতে পারে। গত এক সপ্তাহে বন্যা কবলিত এলাকার পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকলেও উজানে বৃষ্টির কারণে ফের নদ-নদীর বাড়তে শুরু করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, বগুড়ায় প্লাবিত এলাকায় ১১ হাজার ১৫০টি পরিবারের ৪৫ হাজার ২০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
জামালপুরে পানিবন্দি হয়ে ৭ হাজার ৫১৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে; কয়েকটি উপজেলায় যমুনা নদীতে ভাঙ্গনও দেখা দিয়েছে। কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপঝেরায় ১০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাইবান্ধায় কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, যমুনা-বহ্মপুত্র এবং গঙ্গা-পদ্মার পানি যেভাবে বাড়ছে তা ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় ভাগ্যকূল ও মাওয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার উপরে চলে যেতে পারে।
কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর ও ফরিদপুর জেলার নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতিরও অবনতি হতে পারে এ সময়।
তবে দেশের উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকায় নদ-নদীর পানি কমছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
দেশের নদ-নদীগুলোর ১০৯টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ১৬টি পয়েন্টে এখন পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর এখন মোটামুটি সক্রিয়, বঙ্গোপসাগরে এর সক্রিয়তা মাঝারি ধরনের। এ অবস্থায় আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।