ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফি

  • আপডেট সময় : ০৫:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সাবস্ক্রিপশন ফি বাড়াচ্ছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০২৪ সালের শেষের দিকে বহু সংখ্যক গ্রাহক বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে বিশ্বের কয়েকটি দেশের গ্রাহকদের জন্য বাড়ানো হবে এই ফি। জনপ্রিয় দক্ষিণ কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন, জেক পল ও মাইক টাইসনের মধ্যকার বক্সিং ম্যাচসহ বিভিন্ন কনটেন্ট নেটফ্লিক্সের নতুন গ্রাহক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিগত বছরজুড়ে বেশ আলোচনায় ছিল এই সিরিজগুলো।

ফলে সেই বছরের শেষ কয়েক মাসে প্রায় ১ কোটি ৯০ লাখ নতুন গ্রাহক যোগ হয়। এরপরেই ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। প্রতিষ্ঠানটি বলেছে, ভবিষ্যতে শুধু মূল মাইলফলক অতিক্রম করলে অর্থপ্রদানকারী সদস্যের সংখ্যা প্রকাশ করা হবে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে নেটফ্লিক্স তাদের সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছিল।

নেটফ্লিক্স জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা এবং পর্তুগালে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। তবে যুক্তরাজ্যে সাবস্ক্রিপশন ফি বাড়ানো হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেছেন, এখনই জানানোর মতো কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্রে প্রায় সব ধরনের সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য বাড়বে। বিজ্ঞাপনবিহীন স্ট্যান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ফি হবে ১৭ দশমিক ৯৯ ডলার, যা আগে ছিল ১৫ দশমিক ৪৯ ডলার। বিজ্ঞাপনসহ প্ল্যানের ফি এক ডলার বেড়ে হবে ৭ দশমিক ৯৯ ডলার। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আমরা মাঝে মধ্যে আমাদের গ্রাহকদের কাছ থেকে সামান্য বেশি খরচ চাওয়ার সিদ্ধান্ত নেই, যাতে নেটফ্লিক্সের মান উন্নয়নে বিনিয়োগ করতে পারি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ধূমপান ছাড়তে শেষ পর্যন্ত যে কৌশল নিলেন এই ব্যক্তি

বাড়ছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফি

আপডেট সময় : ০৫:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: সাবস্ক্রিপশন ফি বাড়াচ্ছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০২৪ সালের শেষের দিকে বহু সংখ্যক গ্রাহক বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে বিশ্বের কয়েকটি দেশের গ্রাহকদের জন্য বাড়ানো হবে এই ফি। জনপ্রিয় দক্ষিণ কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন, জেক পল ও মাইক টাইসনের মধ্যকার বক্সিং ম্যাচসহ বিভিন্ন কনটেন্ট নেটফ্লিক্সের নতুন গ্রাহক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিগত বছরজুড়ে বেশ আলোচনায় ছিল এই সিরিজগুলো।

ফলে সেই বছরের শেষ কয়েক মাসে প্রায় ১ কোটি ৯০ লাখ নতুন গ্রাহক যোগ হয়। এরপরেই ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। প্রতিষ্ঠানটি বলেছে, ভবিষ্যতে শুধু মূল মাইলফলক অতিক্রম করলে অর্থপ্রদানকারী সদস্যের সংখ্যা প্রকাশ করা হবে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে নেটফ্লিক্স তাদের সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছিল।

নেটফ্লিক্স জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা এবং পর্তুগালে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। তবে যুক্তরাজ্যে সাবস্ক্রিপশন ফি বাড়ানো হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেছেন, এখনই জানানোর মতো কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্রে প্রায় সব ধরনের সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য বাড়বে। বিজ্ঞাপনবিহীন স্ট্যান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ফি হবে ১৭ দশমিক ৯৯ ডলার, যা আগে ছিল ১৫ দশমিক ৪৯ ডলার। বিজ্ঞাপনসহ প্ল্যানের ফি এক ডলার বেড়ে হবে ৭ দশমিক ৯৯ ডলার। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আমরা মাঝে মধ্যে আমাদের গ্রাহকদের কাছ থেকে সামান্য বেশি খরচ চাওয়ার সিদ্ধান্ত নেই, যাতে নেটফ্লিক্সের মান উন্নয়নে বিনিয়োগ করতে পারি।