আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কমলেও ভারতে এখনো আতঙ্ক কমেনি। এমন অবস্থায় লকডাউনের মেয়াদ আগামী ১৫ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে দেশটির মহারাষ্ট্র রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই ঘোষণা দিয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলাভিত্তিক সংক্রমণ ছড়ানোর গতি পর্যালোচনার পর কয়েকটি ক্ষেত্রে ছাড় মিলতে পারে। রাজ্যের যেসব জেলায় সংক্রমণ দশ শতাংশের নিচে এবং হাসপাতালগুলোতে অক্সিজেন বেডে ৪০ শতাংশের কম রোগী ভর্তি আছেন সেখানেই কিছু ক্ষেত্রে ছাড় মিলতে পারে। তবে সংক্রমণের গতি যে জেলায় এখনও বেশি সেখানে আগেরে চেয়ে আরও বেশি কড়াকড়ি হবে। খবর এনডিটিভির।
ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে। শুরু থেকেই মহারাষ্ট্রে সংক্রমণের গতি অনেক বেশি।রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বেডের আকাল। করোনায় মৃত্যু মিছিল দেখছে মারাঠাভূম। হাজার-হাজার মানুষ প্রতিদিন নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন এখনও। সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে লকডাউন ঘোষণা করে মহারাষ্ট্র সরকার। এবার সেই লকডাউনের মেয়াদ আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের।
বাড়ছেই আতঙ্ক, লকডাউন বাড়ল মহারাষ্ট্রে
                                 ট্যাগস :  
                                বাড়ছেই আতঙ্ক                            
							
                            
                                      জনপ্রিয় সংবাদ                                
                                 
																			 
										
















