ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

বাহুবলী টু’র রেকর্ড ভেঙে হাজার কোটি ছাড়াল পুষ্পা টু

  • আপডেট সময় : ০৭:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: চলতি মাসের প্রথম সপ্তাহে মুক্তি পায় ‘পুষ্পা টু’। বলা বাহুল্য, পুষ্পা: দ্য রাইজের মতোই এই ছবিও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে মুক্তি পেয়েই। আর মাত্র ৬ দিনে সাড়া জাগানো ছবি ‘বাহুবলী টু‘র ও রেকর্ড ভেঙে হাজার কোটির গণ্ডি পেরিয়ে গেল ‘পুষ্পা টু’। ভারতীয় গণমাধ্যমের খবর, ‘পুষ্পা টু’ ছবিটি বক্স অফিসে রাজত্ব করছে সেটা স্পষ্ট। এদিন পুষ্পার পেজের তরফে একটি টুইট করা হয়। সেখানেই জানানো হয় এই ছবিটি ১০০০ কোটির ঘরে প্রবেশ করেছে। পোস্টে জানানো হয়, মাত্র ৬ দিনেই ‘পুষ্পা টু’ ১০০০ কোটিরও বেশি আয় করে নিয়েছে বিশ্বজুড়ে।এবং আর একটি রেকর্ড, ৫ দিনের মধ্যেই ছবিটি বিশ্বজুড়ে আয় করে নিয়েছে ৯২২ কোটি রুপি, যা ভারতীয় ছবি এত তাড়াতাড়ি এই মাইলস্টোন ছুঁতে পারল।
জানিয়ে রাখা ভালো, এই রেকর্ড আগে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’র দখলে ছিল। প্রভাস অভিনীত এসএস রাজামৌলি পরিচালিত সেই ছবিটি বক্স অফিসে ১ হাজার কোটি পার করতে সময় নিয়েছিল ১০ দিন। এছাড়া এসএস রাজামৌলি পরিচালিত আরও একটা ছবি ‘ট্রিপল আর’ ১০০০ কোটির গণ্ডি পার করে ১৬ দিনে। এছাড়াও একাধিক ভারতীয় ছবি ১০০০ কোটির গণ্ডি টপকেছে। এই তালিকায় আছে প্রশান্ত নীলের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’, নাগ আশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি‘। এই ছবি দুটিও ১৬ দিনে ১০০০ কোটির গণ্ডি পার করেছিল। অন্যদিকে ‘জাওয়ান’ এবং ‘পাঠান’ যথাক্রমে ১৮ ও ২৭ দিনে বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটিতে আয় ছাড়িয়েছিল। উল্লেখ্য, ‘পুষ্পা টু’ ছবিটির পরিচালনা করেছেন সুকুমার। মুখ্য ভূমিকায় আছেন আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাহুবলী টু’র রেকর্ড ভেঙে হাজার কোটি ছাড়াল পুষ্পা টু

আপডেট সময় : ০৭:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: চলতি মাসের প্রথম সপ্তাহে মুক্তি পায় ‘পুষ্পা টু’। বলা বাহুল্য, পুষ্পা: দ্য রাইজের মতোই এই ছবিও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে মুক্তি পেয়েই। আর মাত্র ৬ দিনে সাড়া জাগানো ছবি ‘বাহুবলী টু‘র ও রেকর্ড ভেঙে হাজার কোটির গণ্ডি পেরিয়ে গেল ‘পুষ্পা টু’। ভারতীয় গণমাধ্যমের খবর, ‘পুষ্পা টু’ ছবিটি বক্স অফিসে রাজত্ব করছে সেটা স্পষ্ট। এদিন পুষ্পার পেজের তরফে একটি টুইট করা হয়। সেখানেই জানানো হয় এই ছবিটি ১০০০ কোটির ঘরে প্রবেশ করেছে। পোস্টে জানানো হয়, মাত্র ৬ দিনেই ‘পুষ্পা টু’ ১০০০ কোটিরও বেশি আয় করে নিয়েছে বিশ্বজুড়ে।এবং আর একটি রেকর্ড, ৫ দিনের মধ্যেই ছবিটি বিশ্বজুড়ে আয় করে নিয়েছে ৯২২ কোটি রুপি, যা ভারতীয় ছবি এত তাড়াতাড়ি এই মাইলস্টোন ছুঁতে পারল।
জানিয়ে রাখা ভালো, এই রেকর্ড আগে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’র দখলে ছিল। প্রভাস অভিনীত এসএস রাজামৌলি পরিচালিত সেই ছবিটি বক্স অফিসে ১ হাজার কোটি পার করতে সময় নিয়েছিল ১০ দিন। এছাড়া এসএস রাজামৌলি পরিচালিত আরও একটা ছবি ‘ট্রিপল আর’ ১০০০ কোটির গণ্ডি পার করে ১৬ দিনে। এছাড়াও একাধিক ভারতীয় ছবি ১০০০ কোটির গণ্ডি টপকেছে। এই তালিকায় আছে প্রশান্ত নীলের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’, নাগ আশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি‘। এই ছবি দুটিও ১৬ দিনে ১০০০ কোটির গণ্ডি পার করেছিল। অন্যদিকে ‘জাওয়ান’ এবং ‘পাঠান’ যথাক্রমে ১৮ ও ২৭ দিনে বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটিতে আয় ছাড়িয়েছিল। উল্লেখ্য, ‘পুষ্পা টু’ ছবিটির পরিচালনা করেছেন সুকুমার। মুখ্য ভূমিকায় আছেন আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা।