নিজস্ব প্রতিবেদক : নানা রঙের টুপি, টি-শার্ট পরে সমাবেশস্থলে আসেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ইউনিট কমিটির নেতা-কর্মীরা। বাদ্য-বাজনার তালে তালে হাত তালি দিয়ে মিছিল-স্লোগান দিতে দিতে তাঁরা সমাবেশ মঞ্চের কাছে আসেন।
গতকাল রোববার বেলা ৩টা থেকে উত্তরা মডেল টাউনের সোনারগাঁও জনপথ সড়কে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ওই সমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা সেখানে জড়ো হন।
বেলা আড়াইটার দিকে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জসীমউদ্দীন, আজমপুর, রাজলক্ষ্মী, হাউজ বিল্ডিং বাসস্ট্যান্ড এলাকায় নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। পরে ধীরে ধীরে মিছিল-স্লোগান দিয়ে সোনারগাঁও জনপথ সড়কে যান। উত্তরা ৫ ও ৭ নম্বর সেক্টরের মাঝে থাকা লেকের পাড়ে সড়কের ওপর দুটি ট্রাক পাশাপাশি দাঁড় করিয়ে মঞ্চ করা হয়। এতে সোনারগাঁও জনপথ সড়কের ১১ ও ১২ নম্বর সেক্টর মোড় থেকে হাউজ বিল্ডিং বাসস্ট্যান্ড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া মিছিলের কারণে আজমপুর বাসস্ট্যান্ড থেকে আবদুল্লাপুর সড়কেও যানজট দেখা গেছে।
সমাবেশে যোগ দিতে রঙিন টুপি-গেঞ্জি পরে এসেছিলেন অনেক এলাকার নেতা-কর্মীরা। ডুমনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা কমলা টুপি পরে এসেছেন। একই রঙের গেঞ্জি গায়ে সমাবেশে এসেছেন ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বাদ্য-বাজনার তালে মাথায় হলুদ টুপি পরে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন ঢাকা উত্তর সিটির ৪৬ নম্বর ওয়ার্ডের নেতারা। মিছিলের নেতৃত্ব দেন ওয়ার্ড কাউন্সিলর জাইদুল ইসলাম মোল্লা। অনেক নেতা-কর্মী আবার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়েও সমাবেশে যোগ দিতে এসেছেন।
সাড়ে তিনটার দিকে বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলের সামনে ছিলেন কাউন্সিলর আফছার উদ্দিন খান। দুপাশে বড় দুটি জাতীয় পতাকা নিয়ে ছিলেন দুজন। আর মিছিলে আসা প্রত্যেকের হাতে ছিল আওয়ামী লীগের দলীয় পতাকা। স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, বিএনপি দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। এ কারণে আওয়ামী লীগের নেতারা রাস্তায় নেমে এসেছেন। এই শান্তি সমাবেশের মাধ্যমে বিএনপিকে সতর্ক করা হয়েছে। বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করা হয়।
বাহারি টুপি গায়ে টি-শার্ট, বাদ্য বাজিয়ে আ.লীগের শান্তি সমাবেশে হাজারো কর্মী-সমর্থক
ট্যাগস :
বাহারি টুপি গায়ে টি-শার্ট
জনপ্রিয় সংবাদ

























