নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকা আসা একটি বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে এক সরকারি কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিলীপ কুমার দেবনাথ (৫৫) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব (জামস শাখা) হিসেবে কর্মরত। তিনি বাসে ‘অজ্ঞান পার্টির’ কবলে পড়েছিলেন বলে ধারণা পুলিশের।
তেজগাঁও থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) শুকহরি মধু বলেন, রোববার রাতে চট্টগ্রাম থেকে হামজা এক্সপ্রেস নামের একটি বাসে ঢাকায় রওনা হন দিলীপ কুমার। সোমবার ভোরে সায়েদাবাদ পৌঁছানোর পর দেখা যায়, তিনি সিটের মধ্যে অচেতন পড়ে আছেন।
বাসের কর্মীরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে তাকেসহ অন্য যাত্রীদের বিমানবন্দর নিয়ে যায়। সেখানে যাত্রী নামিয়ে মহাখালী হয়ে বিজয়সরণি যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে গিয়ে বিস্তারিত জানান বাসের কর্মীরা।
শুকহরি মধু বলেন, পুলিশ ওই উপসচিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মেডিসিন বিভাগে তার চিকিৎসা চলছে।
উপসচিব হয়ত গাড়িতে অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন। তার কিছু খোয়া গেছে কিনা, তা তাৎক্ষণিক জানা যায়নি।
দিলীপ কুমারের স্ত্রী শিল্পী রানি দেবী হাসপাতালে সাংবাদিকদের বলেন, নারী উন্নয়ন সংস্কার কমিটির বৈঠকে অংশ নিতে শুক্রবার বান্দরবান যান দিলীপ। শনিবার বান্দরবান এবং রোববার চট্টগ্রামে বৈঠক ছিল।
ঢাকায় ফিরতে তিনি রাতের বাসে উঠেছিলেন। ভোরে পুলিশের মাধ্যমে খবর পাই তিনি বাসে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তিনি এখনও অচেতন, তাই ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।