মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় মো. গোলজার হোসেন (২৮) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় তার অটোরিকশাটি। গতকাল সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড সংলগ্ন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গোলজার হোসেন উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। জানা যায়, সকালে অটোরিকশা নিয়ে তেতৈতলা হাঁস পয়েন্ট থেকে জামালদী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন গোলজার। হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে কুমিল্লা থেকে ঢাকাগামী মিয়ামি পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন গোলজার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।