মহানগর প্রতিবেদন : রাজধানীতে ‘টু লেট’, ‘বাসা ভাড়া দেওয়া হবে’— এমন লেখা পোস্টার ও সাইনবোর্ড ঝোলানো ভবনগুলোতে বাসা ভাড়া নেওয়ার নাম করে চুরি করতো শেখ মশিউর রহমান শাওন (২৪) নামে এক যুবক। গত ৪ বছরে সে রাজধানীর অর্ধশতাধিক বাসায় চুরি করেছে বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার ( ২৪ আগস্ট) সন্ধ্যায় মিরপুর মডেল থানার পশ্চিম শেওড়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাওনকে একজন ‘চিহ্নিত চোর’ উল্লেখ করে পুলিশ বলছে, গ্রেফতার শাওন বাসা ভাড়া নেওয়ার নামে বিভিন্ন ফ্ল্যাটে ঢোকে, এরপর সুযোগ বুঝে চুরি করে কেটে পড়ে। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুই জোড়া রুপার নুপুর, নগদ ১০ হাজার ৪৮০ টাকা এবং চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, শাওন মূলত ‘টু লেট’ টাঙানো বাসাগুলোতে সকাল ১১টা থেকে বিকাল ৩টার মধ্যে যেতো। কারণ এসময় বাসায় মানুষ কম থাকে। তাই বাসা ভাড়া নেওয়ার নাম করে এই সময়ে ভবনে ঢুকে পড়ে শাওন। এরপর ঘরের তালা ভেঙে সব চুরি করে পালিয়ে যায়। তার সঙ্গে সবসময় একটি ব্যাগ থাকে। সেই ব্যাগেই থাকে তালা ভাঙার যন্ত্রসহ চুরির যাবতীয় সরঞ্জাম। এই ব্যাগ নিয়েই সে ঘুরে বেড়ায়। আর কেউ জিজ্ঞেস করলে নিজেকে ইলেক্ট্রিশিয়ান বলে পরিচয় দেয়।
ওসি আরও বলেন, ‘সে গত চার বছর ধরে অর্ধশতাধিক চুরি করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। সম্প্রতি শেওড়াপাড়ায় বাসা ভাড়ার নাম করে একটি ফ্ল্যাটে ঢুকে পড়ে শাওন। এরপর একটি বাসায় চুরি করে, অন্য বাসায় চুরি করতে গিয়ে ধরা পড়ে। পরে পুলিশকে জানালে তাকে গ্রেফতার করা হয়।’