নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে বাসার ছাদে খেলার সময় উপর থেকে পড়ে অর্কিত রাজবংশী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশু অর্কিত ১২০নং হাজারীবাগ এলাকার ভাগলপুর লেনের বাসিন্দা রানা রাজবংশীর একমাত্র ছেলে।
নিহতের মা অন্তরা রাজবংশী জানান, আমার ছেলে বাসার ৬ তলার ছাদে খেলার সময় অসাবধানতাবশত পা পিছলে উপর থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার একটাই ছেলে ছিল, সে তো আর বেঁচে রইল না… এই বলে কান্নায় ভেঙে পড়েন তার মা অন্তরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে ।
এসি/আপ্র/২৮/১০/২০২৫





















