গাজীপুর সংবাদদাতা: টঙ্গীতে অস্ত্রের মুখে জিম্মি করে এক সাংবাদিকের বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা হয়েছে। গতকাল বুধবার ভোররাতে তিলারগাতি এলাকায় এই ঘটনা ঘটে। সাংবাদিক হাজী মনির উদ্দিন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৮-১০ জনের মুখোশধারী ডাকাতদল বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। তারা পিস্তল এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। এসময় বাড়ির সকলের চোখ, মুখ ও হাত-পা বেঁধে ভিন্ন ভিন্ন কক্ষে আটকে রাখে। এসময় ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ, পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন-পিবিআই, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইডি, ডিটেকটিভ ব্যাঞ্চ-ডিবি ঘটনাস্থল পরিদর্শন করেন।
জনপ্রিয় সংবাদ