ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫

বাসভবনে ড্রোন হামলা, রক্ষা পেলেন ইরাকের প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১১:০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমির বাগদাদের বাসভবনে ড্রোন হামলা হয়েছে। তবে তিনি অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
কাদিমিকে হত্যার চেষ্টায় এ হামলা বলে অভিযোগ সামরিক বাহিনীর। কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার ভোররাতে রাজধানী বাগদাদের গ্রিন জোনে কাদিমির বাসভবনকে বিস্ফোরক ভর্তি একটি ড্রোনের লক্ষ্যস্থল করা হয়েছিল। এ হামলায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে হওয়া ইরাকের সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে বাগদাদে শুরু হওয়া প্রতিবাদ সহিংস রূপ নেওয়ার পর হামলার এ ঘটনাটি ঘটল।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে বিদেশি দূতাবাস ও সরকারি অনেক দপ্তরের ভবন আছে। এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী বলেছে, কাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিন্তু তিনি ‘ভালো আছেন’। বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
কাদিমির দাপ্তরিক টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিরাপদ আছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ইরাকের দুই জন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কাদিমির বাসভবনে অন্তত একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তিনি নিরাপদ আছেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন তারা। নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, কাদিমির ব্যক্তিগত সুরক্ষা বাহিনীর ছয় সদস্য আহত হয়েছেন। নিকটবর্তী পশ্চিমা দূতাবাসগুলোর কূটনীতিকরা জানিয়েছেন, তারা বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা করে তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছে। ইরাকের সাবেক গোয়েন্দা প্রধান কাদিমি গত বছরের মে মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
গত কয়েক সপ্তাহ ধরে ইরানপন্থি রাজনৈতিক দলগুলোর সমর্থকরা গ্রিন জোনের কাছে বিক্ষোভ প্রদর্শন করছে। গত মাসের সাধারণ নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তারা। ওই নির্বাচনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ তাদের।
গত শুক্রবার গ্রিন জোনের কাছে বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। এর জবাবে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ছোড়ে ও গুলি করে। এতে অন্তত একজন নিহত ও শতাধিক আহত হন বলে বাগদাদের নিরাপত্তা ও হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে: খালেদা জিয়া

বাসভবনে ড্রোন হামলা, রক্ষা পেলেন ইরাকের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমির বাগদাদের বাসভবনে ড্রোন হামলা হয়েছে। তবে তিনি অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
কাদিমিকে হত্যার চেষ্টায় এ হামলা বলে অভিযোগ সামরিক বাহিনীর। কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার ভোররাতে রাজধানী বাগদাদের গ্রিন জোনে কাদিমির বাসভবনকে বিস্ফোরক ভর্তি একটি ড্রোনের লক্ষ্যস্থল করা হয়েছিল। এ হামলায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে হওয়া ইরাকের সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে বাগদাদে শুরু হওয়া প্রতিবাদ সহিংস রূপ নেওয়ার পর হামলার এ ঘটনাটি ঘটল।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে বিদেশি দূতাবাস ও সরকারি অনেক দপ্তরের ভবন আছে। এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী বলেছে, কাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিন্তু তিনি ‘ভালো আছেন’। বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
কাদিমির দাপ্তরিক টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিরাপদ আছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ইরাকের দুই জন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কাদিমির বাসভবনে অন্তত একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তিনি নিরাপদ আছেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন তারা। নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, কাদিমির ব্যক্তিগত সুরক্ষা বাহিনীর ছয় সদস্য আহত হয়েছেন। নিকটবর্তী পশ্চিমা দূতাবাসগুলোর কূটনীতিকরা জানিয়েছেন, তারা বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা করে তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছে। ইরাকের সাবেক গোয়েন্দা প্রধান কাদিমি গত বছরের মে মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
গত কয়েক সপ্তাহ ধরে ইরানপন্থি রাজনৈতিক দলগুলোর সমর্থকরা গ্রিন জোনের কাছে বিক্ষোভ প্রদর্শন করছে। গত মাসের সাধারণ নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তারা। ওই নির্বাচনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ তাদের।
গত শুক্রবার গ্রিন জোনের কাছে বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। এর জবাবে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ছোড়ে ও গুলি করে। এতে অন্তত একজন নিহত ও শতাধিক আহত হন বলে বাগদাদের নিরাপত্তা ও হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন।