ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাসচাপায় স্ত্রীর মৃত্যু, আহত শিশুসন্তানসহ সেনাসদস্যকে হেলিকপ্টারে আনা হয়েছে ঢাকায়

  • আপডেট সময় : ০৫:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

দুর্ঘটনাকবলিত সাকুরা পরিবহনের বাস

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় এক সেনাসদস্যের স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্য ও তার শিশুসন্তানসহ চার জন আহত হন। সেনাসদস্য ও তার সন্তানকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী হোসনে আরা বেগম (৩২) লেবুখালী সেনানিবাসের ল্যান্স করপোরাল মো. বুলবুলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১১টা দিকে সেনাসদস্য বুলবুল স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় যাচ্ছিলেন। দুধল মৌ বাসস্ট্যান্ড-সংলগ্ন সাইনবোর্ড নামক স্থান অতিক্রমকালে পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান সেনাসদস্যর স্ত্রী হোসনে আরা।

স্থানীয়রা আহত সেনাসদস্য বুলবুল ও তার ছেলে আদিয়ানকে (২ বছর ৬ মাস) উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সিএমএইচ নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচ প্রেরণ করা হয়।

ওসি শফিকুল বলেন, ‘সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর পলাতক বাসচালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বায়ুদূষণের কারণে দেশে প্রতি বছর এক লাখেরও বেশি মৃত্যু

বাসচাপায় স্ত্রীর মৃত্যু, আহত শিশুসন্তানসহ সেনাসদস্যকে হেলিকপ্টারে আনা হয়েছে ঢাকায়

আপডেট সময় : ০৫:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় এক সেনাসদস্যের স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্য ও তার শিশুসন্তানসহ চার জন আহত হন। সেনাসদস্য ও তার সন্তানকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী হোসনে আরা বেগম (৩২) লেবুখালী সেনানিবাসের ল্যান্স করপোরাল মো. বুলবুলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১১টা দিকে সেনাসদস্য বুলবুল স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় যাচ্ছিলেন। দুধল মৌ বাসস্ট্যান্ড-সংলগ্ন সাইনবোর্ড নামক স্থান অতিক্রমকালে পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান সেনাসদস্যর স্ত্রী হোসনে আরা।

স্থানীয়রা আহত সেনাসদস্য বুলবুল ও তার ছেলে আদিয়ানকে (২ বছর ৬ মাস) উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সিএমএইচ নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচ প্রেরণ করা হয়।

ওসি শফিকুল বলেন, ‘সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর পলাতক বাসচালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’