চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলে থাকা তিন আরোহী। গতকাল শুক্রবার দুপুরে হাজিগঞ্জ উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল ধেররা নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুজন, মনির ও সোহাগ। যুবক বছর বয়সী সবাই কুমিল্লার বেলাশর এলাকার বাসিন্দা। জানা যায়, ঘোরার জন্য দুপুর ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে ছয়জন কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। হাজীগঞ্জ উপজেলার বলাখাল ধেররা নামক স্থানে পৌঁছার পর চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটিতে থাকা তিনজন রাস্তায় ছিটকে পড়ে যান। এ সময় বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ জানান, খবর পেয়ে হাজিগঞ্জ বাজার থেকে বাস ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সংবাদ