মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসচাপায় অটোরিকশার চালকসহ তিনজনের প্রাণ গেছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান। নিহতরা হলেন- হরিরামপুর উপজেলার হাপানিয়া গ্রামের অটোরিকশা চালক জাহিদুল ইসলাম (৪০), ইনতাজ খাঁ এর ছেলে যাত্রী আব্দুর রহমান (২৫) ও একই গ্রামের অটোরিকশা চালক আব্দুল মোতালেব মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩০)। আটক বাস চালকের নাম ছাত্তার মোল্লা (৫৫)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। রিয়াদ বলেন, “বরঙ্গাইল হাটে পেঁয়াজ বিক্রি করে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন জাহিদুল ও রহমান। পথে তাদের অটোরিকশাটিকে পাটুরিয়াগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। “রাজ্জাককে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।” দুর্ঘটনার পর পরই চালকসহ বাসটি আটক করা হয়। আর নিহতদের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
জনপ্রিয় সংবাদ