চুয়াডাঙ্গা প্রতিনিধি : বছরখানেক আগেই শ্রাবন্তী সুলতানা বর্ষাকে বিয়ে দিতে চেয়েছিলেন মা-খালা। বর্ষা তখন দশম শ্রেণির ছাত্রী। সে বিয়েতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে চাপ দিতে থাকেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে নিজের বাল্যবিয়ে রুখতে থানায় হাজির হয় চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী। লিখিতভাবে অভিযোগ করেন। পুলিশ গিয়ে তার বাবা-মাকে বোঝানোর পর তারা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন। সে সময় জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে বর্ষাকে ‘সাহসী কন্যা’ আখ্যা দিয়ে সংবর্ধনাও দেওয়া হয়। পড়াশোনার খরচ চালিয়ে নিতে জেলা প্রশাসন থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে শিক্ষাসহায়তার ব্যবস্থা করা হয়। স্কুলে যাতায়াতের খরচের বিষয়ে সহযোগিতা করেন তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সেই সাহসী কিশোরী শ্রাবন্তী সুলতানা বর্ষা। বর্ষাসহ ওই বিদ্যালয় থেকে এবার ১৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পাস করেছে। বর্ষার মা বিউটি খাতুন বলেন, ‘আমি একটি মুড়ির কারখানায় সপ্তাহে ১৩০০ টাকা বেতনে কাজ করি। বছরতিনেক আগে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকি। স্বামী ও ছেলে থাকেন যশোরে। অভাবের সংসারে মেয়েকে লেখাপড়া করানোর সাধ্য ছিল না। তাই গতবছর তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু আমার মেয়ে পড়তে চেয়েছিল। আমরা বিয়ের জন্য চাপ দেওয়ায় সে থানায় যায় হয়। তারপর পুলিশ এসে আমাদের বুঝালে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসি।’
তিনি বলেন, ‘আমার মেয়ে খুব মেধাবী। আমি তার ফলাফলে খুব সন্তুষ্ট। যত কষ্টই হোক না কেন, আমি আমার মেয়েকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবো।’ ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার শিলা বলেন, বর্ষা শুধু নিজের জন্য নয়, আমাদের প্রতিষ্ঠানের জন্যও গৌরব বয়ে এনেছে। তার এই সাফল্য ও বাল্যবিয়ে রোধ করার সাহসী মনোবল একটি বড় উদাহরণ হয়ে থাকবে। এ বিষয়ে শ্রাবন্তী সুলতানা বর্ষা বলে, ‘আমি নিজের বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও বিভিন্ন প্রতিকূলতার কারণে অনেক মেয়ে সেটা পারছে না। পরিবারের চাপে বাল্যবিয়ে করতে বাধ্য হচ্ছে। ফলে অকালে ঝরে পড়ছে অনেকে। আমি সমাজে বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। ভবিষ্যতে সাংবাদিক হতে চাই। দেশের পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করতে চাই।’
বাল্যবিয়ে রুখে জিপিএ-৫ অর্জন ‘সাহসী কন্যা’ বর্ষার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ