ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

বাল্যবিয়ে-মাতৃমৃত্যু রোধে এসপিসিপিডি সফলভাবে কাজ করছে: স্পিকার

  • আপডেট সময় : ০১:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্ট্রেন্থেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পটি সারা দেশে সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে। কিশোরী, নারী তথা সমাজের সবাই এর সুফল পাচ্ছে। বাল্যবিয়ে, মাতৃমৃত্যু, নারীর প্রতি সহিংসতা রোধ এসব কাজে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার পাশাপাশি অন্যান্য এলাকায়ও এই প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন, যার ইতিবাচক প্রভাব সারা দেশে পরিলক্ষিত হচ্ছে।
গতকাল মঙ্গলবার গাইবান্ধার পলাশবাড়িতে অনুষ্ঠিত এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ বিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ব্যবস্থাপনা কিশোরীদের জন্য সম্পূর্ণ শিক্ষামুখী। প্রত্যন্ত অঞ্চলেও মেয়েরা এখন অনেক বেশি উচ্চশিক্ষার দিকে আগ্রহী। শিক্ষাক্ষেত্রে মেয়েদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষণীয়। সরকারের পক্ষ থেকে সব ধরনের সুবিধা, বৃত্তির ব্যবস্থা, শিক্ষা সহায়তা ট্রাস্ট সুযোগগুলো গ্রহণ করে বাল্যবিয়ে প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সমগ্র দেশে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে।’
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘দেশের কিশোর-কিশোরীরা অনেক প্রতিভার অধিকারী। প্রয়োজনীয় সহযোগিতা করলে তারা সব ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে পারে। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা আজ অনেক সচেতন। সব প্রতিবন্ধকতা সমাধান করে কিশোরীরা এগিয়ে যাচ্ছে। প্রজনন স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি দরকার। অভিভাবক-শিক্ষক-কমিউনিটি পর্যায়ে সবার সহযোগিতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাল্যবিয়ে প্রতিরোধে বিয়ে রেজিস্ট্রার প্রতিনিধির ভূমিকাসহ সামগ্রিক ব্যবস্থাপনার সমন্বয় জরুরি। আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ দরকার।’

সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির সভাপতিত্বে এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি। এছাড়া, অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, আরমা দত্ত, হাবিবে মিল্লাত, ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন ব্লখুস, এসপিসিপিডি প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব এম এ কামাল বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাল্যবিয়ে-মাতৃমৃত্যু রোধে এসপিসিপিডি সফলভাবে কাজ করছে: স্পিকার

আপডেট সময় : ০১:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্ট্রেন্থেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পটি সারা দেশে সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে। কিশোরী, নারী তথা সমাজের সবাই এর সুফল পাচ্ছে। বাল্যবিয়ে, মাতৃমৃত্যু, নারীর প্রতি সহিংসতা রোধ এসব কাজে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার পাশাপাশি অন্যান্য এলাকায়ও এই প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন, যার ইতিবাচক প্রভাব সারা দেশে পরিলক্ষিত হচ্ছে।
গতকাল মঙ্গলবার গাইবান্ধার পলাশবাড়িতে অনুষ্ঠিত এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ বিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ব্যবস্থাপনা কিশোরীদের জন্য সম্পূর্ণ শিক্ষামুখী। প্রত্যন্ত অঞ্চলেও মেয়েরা এখন অনেক বেশি উচ্চশিক্ষার দিকে আগ্রহী। শিক্ষাক্ষেত্রে মেয়েদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষণীয়। সরকারের পক্ষ থেকে সব ধরনের সুবিধা, বৃত্তির ব্যবস্থা, শিক্ষা সহায়তা ট্রাস্ট সুযোগগুলো গ্রহণ করে বাল্যবিয়ে প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সমগ্র দেশে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে।’
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘দেশের কিশোর-কিশোরীরা অনেক প্রতিভার অধিকারী। প্রয়োজনীয় সহযোগিতা করলে তারা সব ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে পারে। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা আজ অনেক সচেতন। সব প্রতিবন্ধকতা সমাধান করে কিশোরীরা এগিয়ে যাচ্ছে। প্রজনন স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি দরকার। অভিভাবক-শিক্ষক-কমিউনিটি পর্যায়ে সবার সহযোগিতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাল্যবিয়ে প্রতিরোধে বিয়ে রেজিস্ট্রার প্রতিনিধির ভূমিকাসহ সামগ্রিক ব্যবস্থাপনার সমন্বয় জরুরি। আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ দরকার।’

সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির সভাপতিত্বে এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি। এছাড়া, অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, আরমা দত্ত, হাবিবে মিল্লাত, ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন ব্লখুস, এসপিসিপিডি প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব এম এ কামাল বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।