ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বাল্টিক সাগরে ব্রিটেন ও ডেনমার্কের জাহাজে সংঘর্ষ, ২ নাবিক নিখোঁজ

  • আপডেট সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ১১৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বাল্টিক সাগরে ব্রিটেন ও ডেনমার্কের পণ্যবাহী দুইটি জাহাজের মধ্যে সংঘর্ষ ঘটেছে। একটি জাহাজ উল্টে দুই নাবিক নিখোঁজ রয়েছেন।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, বাল্টিক সাগরে ডেনমার্কের কারিন হোয়েজ ও ব্রিটেনের স্কট ক্যারিয়ারের সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটে স্থানীয় সময় গতকাল সোমবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে সুইডেন এবং ডেনমার্কের আঞ্চলিক জলসীমার মাঝামাঝি। দুটিই মালবাহী জাহাজ। খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে ডেনমার্কের সশস্ত্র সদস্যর
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই নাবিককে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে ব্রিটেনের স্কট ক্যারিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় তাদের নাবিকরা অক্ষত আছেন। নিখোঁজ নাবিকদের সন্ধানে দুই দেশের পক্ষ থেকেই হেলিকপ্টার ও নৌকা পাঠানো হয়েছে। সাগরে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ডেনমার্কের আবহাওয়া বিভাগ। এদিকে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ডুবে যাওয়া জাহাজটি থেকে জ্বালানি তেল বের হচ্ছে। এটিকে সুইডেনের উপকূলের কাছাকাছি নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
দৈর্ঘ্যে ৫৫ মিটার ডেনমার্কের কারিন হোয়েজ জাহাজটি ১৯৭৭ সালে নির্মিত হয়। আর স্কট ক্যারিয়ারটি ৯০ মিটার। এটি তৈরি হয় ২০১৮ সালে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাল্টিক সাগরে ব্রিটেন ও ডেনমার্কের জাহাজে সংঘর্ষ, ২ নাবিক নিখোঁজ

আপডেট সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বাল্টিক সাগরে ব্রিটেন ও ডেনমার্কের পণ্যবাহী দুইটি জাহাজের মধ্যে সংঘর্ষ ঘটেছে। একটি জাহাজ উল্টে দুই নাবিক নিখোঁজ রয়েছেন।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, বাল্টিক সাগরে ডেনমার্কের কারিন হোয়েজ ও ব্রিটেনের স্কট ক্যারিয়ারের সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটে স্থানীয় সময় গতকাল সোমবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে সুইডেন এবং ডেনমার্কের আঞ্চলিক জলসীমার মাঝামাঝি। দুটিই মালবাহী জাহাজ। খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে ডেনমার্কের সশস্ত্র সদস্যর
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই নাবিককে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে ব্রিটেনের স্কট ক্যারিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় তাদের নাবিকরা অক্ষত আছেন। নিখোঁজ নাবিকদের সন্ধানে দুই দেশের পক্ষ থেকেই হেলিকপ্টার ও নৌকা পাঠানো হয়েছে। সাগরে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ডেনমার্কের আবহাওয়া বিভাগ। এদিকে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ডুবে যাওয়া জাহাজটি থেকে জ্বালানি তেল বের হচ্ছে। এটিকে সুইডেনের উপকূলের কাছাকাছি নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
দৈর্ঘ্যে ৫৫ মিটার ডেনমার্কের কারিন হোয়েজ জাহাজটি ১৯৭৭ সালে নির্মিত হয়। আর স্কট ক্যারিয়ারটি ৯০ মিটার। এটি তৈরি হয় ২০১৮ সালে।