নিজস্ব প্রতিবেদক : নদী ভাঙন ও অনিয়ম ঠেকাতে রাতে বালি তোলা বন্ধ করতে সরকার আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
সচিবালয়ে গতকাল সোমবার বাংলাদেশ সেক্রেটারিয়াট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সম্মেলনে তিনি সরকারের এ পদক্ষেপের কথা বলেন। এ সময় তিনি অবৈধভাবে বালি উত্তোলনকে দেশে নদী ভাঙনের ‘অন্যতম কারণ’ হিসেবে চিহ্নিত করেন। সরকারের একার পক্ষে এই অবৈধ কার্যক্রম ‘ঠেকানো সম্ভব নয়’ মন্তব্য করে তিনি এ কাজে জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান। জাহিদ ফারুক বলেন, “অবৈধভাবে বালি তোলা বন্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে। একটি আইন প্রণয়ন করা হচ্ছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বালি তুলতে হবে।“
রাজবাড়ী এলাকায় বিশাল এলাকাজুড়ে বালির পাহাড় গড়ে তোলা হয়েছে জানিয়ে জাহিদ ফারুক বলেন, “এ সমস্ত বালি নদী থেকে তোলা হয়েছে, ফলে নদী ভেঙেও যাচ্ছে।” বালু উত্তোলন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের ‘প্রভাবিত না হওয়ার’ আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, “প্রভাবশালীরা সব সময় সাংবাদিকদের প্রবাহিত করার চেষ্টা করে। তবে লেখালেখির কারণে চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলন বিষয়টি সবার নজরে আসে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে।“
বালি তোলা বন্ধে সময় বেঁধে দিয়ে আইন আসছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ